Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শিশু সুরক্ষা কমিটি ও চাম্পা হাওয়ার থানার পুলিশের যৌথ উদ্যোগে এক...

খোয়াই শিশু সুরক্ষা কমিটি ও চাম্পা হাওয়ার থানার পুলিশের যৌথ উদ্যোগে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

খোয়াই প্রতিনিধি ১৪ই জুলাই……বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে খেয়াই মহাকুমা জুড়ে বিভিন্ন এলাকায় বাল্য বিবাহ ব্যাপক হারে চলছে ।অন্যদিকে শিশু সুরক্ষা কমিটি ও পুলিশের যৌথ অভিযান জারি রয়েছে ওসব বাল্য বিবাহ রোধ করার জন্য এবং তা কড়া ও হচ্ছে।এই বিষয়ে শিশু সুরক্ষা কমিটি ও পুলিশের যৌথ উদ্যোগে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রত্যন্ত এলাকা গুলিতে বাল্যবিবাহ রোধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সেমিনারের আয়োজন ও করা হয়ে থাকে।এরপরও কোথাও না কোথাও লুকিয়ে অভিভাবকরা তাদের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়।আর ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে নাবালিকা মেয়ের বিবাহের বিষয়টি খোয়াই মহাকুমা জুড়ে যেন এক ট্রেডিশনে পরিণত হয়েছে।তেমনিভাবে রবিবার দুপুরে খোয়াই শিশু সুরক্ষা কমিটি ও চম্পাহাওর থানার পুলিশের উদ্যোগে এক গোপন সূত্রের ভিত্তিতে এক নাবালিকার মেয়ের বিয়ে আটকে দেওয়া হয়।ঘটনাটি ঘটে চম্পা হাওয়ার থানা দিন কচুবাড়ি এলাকয়।ওই এলাকায় এক ১৫ বছরের বালিকা মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে এই খবর পেয়ে খোয়াই শিশু সুরক্ষা কমিটি ও চম্পাহাওয়া থানার পুলিশ রবিবার বিকেলে কচু বাড়ি এলাকার বাসিন্দ সমিরন তাঁতীর বাড়িতে গিয়ে উঠে সেখানে শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিল শিশু সুরক্ষা কমিটির প্রজেক্ট কোঅর্ডিনেটর চামেলী রানী মোদক দাস,সুপার ভাজার রুমা সেন তাদের সহকর্মী শঙ্খজিত বিশ্বাস ও চম্পা হাওয়ার থানার পুলিশ।শেষে উভয় দলের কাছে নাবালিকার মেয়ের পিতা সমীরণ তাঁতি লিখিতভাবে মুচেলেকা দেন যে ১৮ বছর আগে উনার মেয়েকে বিয়ে দেবেন না ।শেষে শিশু সুরক্ষা কমিটির কর্মীরা নাবালিকা মেয়েটির সাথে কাউন্সিলিং করেন এবং ১৮ বছর আগে বিয়ে করলে কি অসুবিধা হতে পারে সে বিষয়ে মেয়েটিকে বোঝানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য