Friday, January 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম দলের প্রার্থীদের কে হুমকি,বাধা দেওয়া ও দক্ষিণ...

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম দলের প্রার্থীদের কে হুমকি,বাধা দেওয়া ও দক্ষিণ জেলার এক সিপিএম কর্মীকে হত্যার প্রতিবাদে বার ঘন্টা ত্রিপুরা বন্ধ কে সামনে রেখে খোয়াই সিপিএম দলের পক্ষ থেকে প্রেস মিট।

খোয়াই প্রতিনিধি ১৩ই জুলাই……আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম দলের প্রার্থীদেরকে হুমকি ও প্রার্থী না দেওয়া জন্য বাধা দান পাশাপাশি শুক্রবার দক্ষিণ জেলার এক সি পি এম সমর্থক কে নিশংসভাবে হত্যার প্রতিবাদে সিপিএম দলের পক্ষ থেকে ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে ।এই বন্ধ কে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ সিপিএম দলের জেলা সদর কার্যালয়ে এক প্রেস মিনিটের আয়োজন করা হয়।উক্ত প্লেস মিটে উপস্থিত ছিলেন সিপিএম দলের মহকুমার সম্পাদক পদ্ম দেববর্মা ,বিধায়ক নির্মল বিশ্বাস,ও জেলার সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ ভৌমিক।শনিবার রাতে প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম দলের খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সম্পাদক পদ্ম দেববর্মা বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল এর কাজ চলছে এবং বিভিন্ন ব্লকেও মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে যখন প্রশাসনিক মিটিং চলছে বিভিন্নদিকে তখন থেকে সিপিএম দলের ওপর হুমকি প্রদর্শন চলছে বলে জানান পদ্ম দেববর্মা।বিশেষ করে বর্তমান সরকার বিজেপি দল তার নেতৃত্বাধীন কিছু মাদত পুস্ট দুষ্কৃতিকারীরা সিপিএম কে বিরোধী দল হিসাবে বাধা ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার জিলা পরিষদের নির্বাচনের জন্য সিপিএম দলের পক্ষ থেকে একজন প্রার্থী নির্বাচিত করেছিল সিপিএম দল যার নাম বাদল চন্দ্র শীল।তার ওপর বিজেপি দলের দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করে এই মর্মে কেন সে প্রার্থী হচ্ছে।এই সব ঘটনা গুলি কে কেন্দ্র করে সারা রাজ্য নিন্দার ঝড় উঠেছে এবং সারা রাজ্যের সাথে খোয়াই মহাকুমা কমিটির পক্ষ থেকেও তার তীব্র নিন্দা জানাচ্ছে।এই সব ঘটনাগুলি কে কেন্দ্র করে রবিবার সারা রাজ্যে সিপিএম দলের উদ্যোগে ১২ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে ।পাশাপাশি সেই বন্ধ যেন পালিত হয় এর জন্য খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি আহ্বান রাখেন সিপিএম দলের মহাকুমা কমিটির সম্পাদক পদ্ম দেববর্মা যাতে করে সুস্থ একটি পরিবেশ ফিরে আসে।তিনি এও বলেন সারা রাজ্য জুড়ে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে তাতে করে সারা রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছে বিজেপি দল।তার তীব্র ভাষায় নিন্দা জানান সিপিএম দল পাশাপাশি সমস্ত ঘটনার জন্য নিন্দা ও ধিক্কার জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য