Sunday, September 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে গিয়ে আমবাসা মহাকুমার পুলিশ আধিকারিক খোয়াই এর এক...

জিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে গিয়ে আমবাসা মহাকুমার পুলিশ আধিকারিক খোয়াই এর এক যুবককে বেধড়ক পিটিয়ে হাসপাতালে ভর্তি দেখতে গেলেন মানব অধিকার কমিশনের খোয়াই জেলার কর্মকর্তারা।

খোয়াই প্রতিনিধি ১২ই জুলাই…….আজ থেকে চার পাঁচ মাস আগে আমবাসার এক যুবক রাজু ঘোষ ২৮ এক মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য তার মামা খোয়াই থানাধীন পূর্বগনকির বাসিন্দা সুজিত দে কে গত বুধবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত খোয়াই এর যুবক তথা ভাগ্নে রাজু ঘোষের মামা সুজিত দে কে ।এবং সুজিত দে কে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো আমবাসার পুলিশ অধিকারীক।এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বুধবার দুপুরে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপন দত্তের অফিস কার্যালয়ে। জিজ্ঞাসাবাদের নামে আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সুজিত দেকে বেধড়ক মারার ফলে তার সারা শরীরে সেই মারের চিহ্ন পরিলক্ষিত হয়।শেষে ব্যাথার যন্ত্রণায় প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় সুজিত দে প্রথমে গিয়ে কুলাই হাসপাতালে ভর্তি হয় এবং শেষে কোনমতে রাত কাটিয়ে বৃহস্পতিবার বিকেলে খোয়াই চলে আসে এবং এসে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয় । গুরুতর জখম সুজিত দে বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে খোয়াই জেলার মানবাধিকার সংগঠনের খোয়াই জেলা কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে আসেন আমবাসা পুলিশ আধিকারিক এর হাতে আক্রান্ত সুজিত দের খোঁজখবর নিতে এরা হলেন মানবাধিকার কমিশনের খোয়াই জেলার সম্পাদক আসিস মুখার্জী, সভাপতি অলক দেববর্মা,সংগঠনের সহ-সম্পাদক সগর ভট্টাচার্য।মানব অধিকার কমিশনের কর্মকর্তারা সুজিত দে কে দেখে তার ওপর পুলিশ আধিকারিকের দ্বারা নির্মম অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানান। মানব অধিকার কমিশনের সম্পাদক আসিস মুখার্জিও সহ-সম্পাদক সগর ভট্টাচার্য বলেন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মহকুমা পুলিশ আধিকারিক যে জঘন্যতম ঘটনা সংগঠিত করে তা নিয়ে খোয়াই জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তিনি একটি আইন বিরোধী কাজ করেছেন যা পুলিস অধিকারীক কখনোই করতে পারে না তাও আবার নিজের অফিস কার্যালয়ে ।এছাড়া গুরুতর আহত সুজিত দে এও জানান তিনি পেশায় একজন পান ব্যবসায়ী আমবাসা এলাকার তার ভাগ্নে রাজু ঘোষ কোন এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তাকে কেন্দ্র করে মামা সুজিত দে কে প্রায় সময়ই নাকি আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থেকে ডেকে পাঠায়। ভাগ্নে মেয়ে নিয়ে পালিয়ে গেছে সেই হিসেবে ভাগ্নের পরিবারের লোকদের কাছে জিজ্ঞাসাবাদ না করে খোয়াই থেকে মামা কে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ভাগ্নে রাজু ঘোষের বিষয়ে জানতে চাওয়া সেটা কোন ধরনের জিজ্ঞাসাবাদের নমুনা সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে তাও একবার না ধাপে ধাপে বেশ কয়েকবার সেই পুলিশ আধিকারিক সুজিত দে কে ডেকে পাঠাতেন আমবাসায় এবং তাকে ধমকাতেন পুলিশ আধিকারিকের অফিসে অথবা নিজ কোয়ার্টারে।পুলিশ আধিকারিকের হাতে মার খেয়ে বর্তমানে গুরুতর আহত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন হলেও ঠিকমতো কথা বলতে পারছে না সুজিত দে এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে এই বিষয়ে আমবাসা পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান সুজিতদের পরিবারের লোকেরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য