Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহকুমার বিভিন্ন রাস্তাঘাট বেহাল দসার চিত্র তুলে দিয়ে সারাই করার দাবি...

খোয়াই মহকুমার বিভিন্ন রাস্তাঘাট বেহাল দসার চিত্র তুলে দিয়ে সারাই করার দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন যুব কংগ্রেস দলের এক প্রতিনিধি দল।

খোয়াই প্রতিনিধি ৯ই জুলাই……মঙ্গলবার বিকেল তিনটায় খোয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে খোয়াই মহাকুমার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশার চিত্র ছবি তুলে ও ডি ভি ডি প্লেয়ারের মাধ্যমে সেই প্রমাণগুলির চিত্র তুলে ডেপুটেশন প্রদান করেন খোয়াই যুব কংগ্রেস দলের ৯ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসক চাঁদনী চন্দ্রন এর কাছে। এবং এই বিষয়ে এক স্মারক লিপি ও প্রদান করেন। এই দিন ব্লক যুব কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস দলের সভাপতি টিংকু মোদক,খোয়াই জেলা ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য,সহার অন্যান্যরা।ডেপুটেশন শেষে যুব কংগ্রেস দলের সভাপতি টিংকু মোদক বলেন খোয়াই মহকুমার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল সমস্ত মহাকুমা জুড়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে এতে করে মানুষ ও যানবাহন চলাচল করার অযোগ্য হয়ে পড়েছে। সুভাষ পার্ক থেকে পুরান বাজার যাবার পথে রঞ্জন রায় সেতুর ছাউনি ভেঙ্গে ভিতরে রড বেরিয়ে গেছে,এছাড়া তাঁত চৌহমুনি থেকে প্রহরমুড়া যাবার পথে রাস্তার কোন ফুটপাত নেই যার ফলে বিলপার এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে বিভিন্ন গাড়ি খাদে পড়ে যায়,এছাড়া তাঁত চৌহমুনি থেকে অজগরটিলা প্রণবানন্দ স্কুলে যাবার পথে খোয়াই নদীর পাদদেশের রাস্তা বর্ষাকালীন মৌরসুমে প্রতিবছর ভেঙ্গে যায় এবং এই রাস্তা ধরে প্রাণবানন্দ স্কুলের গাড়িগুলি চলাচল করে তাতে যে কোন সময় স্কুল বাসগুলি রাস্তা ভেঙ্গে পাশের খোয়াই নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয় যাতে অতিসত্বর এই সমস্ত রাস্তাঘাট গুলিকে মেরামত করার জন্য নজর দেন প্রশাসন ।ডেপুটেশন দেওয়ার পর জেলাশাসক চান্দিনা চন্দ্রন ডেপুটেশন প্রদানকারীদের আশ্বস্ত করেন এই বিষয় নিয়ে তিনি উপর মহলে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার জন্য আবেদন করবেন বলে জানান।ইতিমধ্যে দেখা গেছে খোয়াই মহকুমার বিভিন্ন রাস্তা গুলির অবস্থা বিপদজনক হয়ে আছে তাকে কেন্দ্র করে গত কিছুদিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা জেলাশাসকের কাছে একের পর এক ডেপুটেশন প্রদান করছে যাতে করে মহাকুমার সমস্ত রাস্তা গুলি অতিসত্বর মেরামত করে দেওয়া হয়।কেমন ভাবে মঙ্গলবার যুব কংগ্রেস দলের পক্ষ থেকেও জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।এখন দেখার বিষয় কবে নাগাদ সেই রাস্তা গুলি ঠিকঠাক হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য