Sunday, October 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদপূর্ত দফতরের কুম্ভ নিদ্রার কারণে খোয়াই মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা ঘাটের বেহাল...

পূর্ত দফতরের কুম্ভ নিদ্রার কারণে খোয়াই মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা ঘাটের বেহাল দশা।নিত্যদুর্ভোগ পথচারিত মানুষের।

খোয়াই প্রতিনিধি ১৪ই জুন……বিগত কয়েক বছর ধরে খোয়াই মহকুমা জুড়ে পূর্ত দপ্তরের অধীনে বিভিন্ন এলাকাগুলিতে ছোট ছোট রাস্তাগুলি বেহাল দশায় পরিণত হয়েছে। পূর্ত দফতরের বাবুরা সারা বছর কুম্ভনিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে সারাই করার কোন উদ্যোগ নেই।দেখা গেছে বিগত সরকারের আমলে বৈজ্ঞানিকভাবে খোয়াই মহকুমা এলাকাতে অলি গলির রাস্তা গুলি তৈরি করা হয়েছে। তার উপর ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের সময় বড় বড় মালবাহী গাড়িগুলি পূর্ত দপ্তরের অধীন ছোট ছোট অলিগলি রাস্তা গুলি দিয়ে চলাচলের ফলে সেই রাস্তা গুলিকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। তার উপর বর্তমানে বর্ষাকালীন সময়ে আরো বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাঘাট গুলির। ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের কাজ শিকিভাগ বাকি থাকলেও মহকুমা এলাকার পূর্ত দপ্তরের অধীন বিভিন্ন ছোট ছোট সড়ক গুলি খুবই বেহাল দশা সাধারণ যাত্রীরা ছোট ছোট যানবাহন চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত ছোট ছোট সড়ক গুলির মেরামত করার জন্য প্রায়ই লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট ভুক্তভোগী এলাকাবাসীরা সড়ক অবরোধ করতে। এই বিষয়টা যেন প্রথাতে তে পরিণত হয়েছে। যদিও তার জন্য সম্পূর্ণ দায়ী পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরের সম্পূর্ণ খামখিয়ালীপনার জন্য এই সমস্ত ঘটনা ঘটে। সরকারের সদ ইচ্ছা থাকা সত্ত্বেও দপ্তরের বাবুদের খামখেয়ালী পণার জন্য বিভিন্ন এলাকার জনগণ দুর্ভোগের শিকার হয়ে রাস্তায় দাঁড়াতে হয়। এমনই একটি রাস্তা খোয়াই জাম্বুরা এলাকার বাসিন্দা সাধন সরকারের বাড়ি হইতে পূর্বগণকি যাওয়ার পূর্ত দফতরের অধীনে যে রাস্তাটি সেই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। গত এক বছর আগে এই রাস্তাটির বেহাল অবস্থায় পরিণত হওয়াতে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে বারবার দপ্তরকে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ না করাতে বাধ্য হয়ে সড়ক অবরোধে বসেছিল পরবর্তীতে দপ্তরের বাবুরা কোনমতে এই সড়কটি কোন মতে ঠিক করে দেওয়ার মত অবস্থা করে দেয় সাময়িকভাবে মেরামত করেছিল এবং কথা দিয়েছিল খুব দ্রুততার সঙ্গে এই সড়কটি মেরামত করে দেবে বলে। এক বছর হতে চলেছে স্থায়ীভাবে এই সড়কটি এখন পর্যন্ত মেরামত করে দেয় নাই। বর্তমানে বৃষ্টির কারণে আবারো রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে তাতে করে সাধারণ জনগণ বর্তমানে এই রাস্তাটি ধরে চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।শুধু এই এলাকা না খোয়াই মহকুমা জুড়ে বিভিন্ন রাস্তাঘাটের একই দুর্দশা। সংশ্লিষ্ট এলাকার জনগণ এইসব রাস্তাগুলিকে নিয়ে দপ্তরের উপর ক্ষুব্ধ হয়ে আছে। যদি দ্রুততার সঙ্গে এই সমস্ত রাস্তাগুলি মেরামতের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে দপ্তরের সাথে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে জনগণের। এখন দেখার বিষয় খোয়াই মহকুমা এলাকা তথা পূর্বগনকি পশ্চিম কলোনি যাওয়ার যে বেহাল রাস্তাটি মেরামতের উদ্যোগ কবে নাগাদ গ্রহণ করেন। অন্যথায় সংশ্লিষ্ট এলাকার ক্ষুব্ধ জনগণ যেকোনো সময় বিগত বছরের মত সড়ক অবরোধের মতো ঘটনায় লিপ্ত হতে পারে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য