তেলিয়ামুড়া প্রতিনিধি।।
সিএনজি স্টেশনের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। আহত কমপক্ষে ৬ জন জন, আহত ৬ জনের মধ্যে রয়েছে দুজনের অবস্থা গুরতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। ঘটনা তেলিয়ামুড়া থানা অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের সিএনসি স্টেশন সংলগ্ন মঙ্গলবার বিকেলে।
জানা গিয়েছে, আসাম আগরতলা রুটের একটি আর্মি জোয়ানের গাড়ির সঙ্গে একটি বেসরকারি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আগরতলা থেকে একটি ওয়াগনার গাড়ি আসাম রাইফেল ক্যাম্পে আসছিল অপরদিকে তেলিয়ামুড়া থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়ে আগরতলা দিকে আই আইটেন গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে। সিএনজি স্টেশন সংলগ্ন আসার পথে দ্রুতগতিতে আসা আর্মি জোয়ানের গাড়ির সাথে ব্যাংকের কর্মী বুঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা খবর দেই তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ৬ জন আহতদের মধ্যে আর্মি জোয়ান দুজনকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে দেয়। আর বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ এই দুর্ঘটনার একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে।