বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৯ই এপ্রিল….আর কিছুদিন পর হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটদানের জন্য উৎসাহিত করতে মঙ্গলবার বিকেলে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে এক প্রীতি ভলিবল প্রতিযোগিতা মূলক আয়োজন করা হয়। এই খেলাতে অংশগ্রহণ করেন তিনটি দল এর মধ্যে নির্বাচনি কাজের জন্য আসা ১০৪ নং ব্যাটেলিয়ান বিএসএফের জোয়ানদের একটি দল ,খোয়াই পুলিশ ও স্থানীয় একটি দলের মধ্যে দুটি সেটে খেলা হয় তাতে চ্যাম্পিয়ন হয় খোয়াই এর লোকাল টিম,এবং রানার্স হয় ত্রিপুরা পুলিশের দল এবং খেলা গুলি পরিচালনা করেন রেফারি প্রশান্ত সিনহা ।খেলার শুরুতে সমস্ত প্লেয়ারদের সাথে পরিচিত হন জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তারা।এই দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলাশাসক শাসক চন্দ্রানী চন্দ্রন,মহকুমা শাসক মেঘা জৈন,পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার,অতিরিক্ত জেলাশাসক কেসব কর সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এই বিষয়ে জেলা শাসক চন্দ্রানি চন্দ্রন বলেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণকে ভোটদানের উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে যাতে করে জনগণ বুঝতে পারে প্রশাসন তাদের সাথে আছে ওরা নিশ্চিন্ত নিজ নিজ ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্য রেখেই এই প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়েছে। খেলার শেষে চ্যাম্পিয়ন টীম এর হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক চন্দ্রানি চন্দন,এবং রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দেন মহকুমা শাসক মেঘা জৈন। খোয়াই এর ক্রীড়া মুদি দর্শকরা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ভলিবল প্রতিযোগিতা উপভোগ করেন এবং খেলার মাঠে প্রচুর দর্শক এর উপস্থিতি লক্ষ্য করা যায়।