Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদলোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থীকে নিয়ে খোয়াইতে ইন্ডিয়া জোটের উদ্যোগে...

লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থীকে নিয়ে খোয়াইতে ইন্ডিয়া জোটের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়

খোয়াই প্রতিনিধি ৩রা এপ্রিল…….তানা শাহী কেন্দ্রের বিজেপি সরকার কে হঠাতে সিপিএম দলের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে মিছিল ও সভা সংগঠিত করা হয়বুধবার দুপুরে। আসন্ন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ইন্ডিয়া জোটের উদ্যোগে বুধবার দুপুরে সিপিএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্বেদের নিয়ে খোয়াই সিপিএম জেলা সদর কার্যালয় থেকে এক মিছিল বের করা হয় এবং মিছিলটি বনকর, হসপিটাল চৌহমুনি হয়ে শেষ হয় খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে এবং বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং ,খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন এমডিসি রঞ্জিত দেববর্মা,প্রাক্তন বিধায়ক পদ্ম দেববর্মা,রুমা গুপ্ত ,ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আইনজীবী ননী গোপাল দেবনাথ সহ অন্যান্যরা।এই দিন দুপুরে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বলেন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি আসনের মধ্যে আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য ভোট হতে চলেছে ।এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য বছরের ন্যায়।এবার ভোট হবে সংবিধান বাঁচানো গণতন্ত্রকে রক্ষা করা ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার স্বার্থে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সচ্চার হতে এই ইন্ডিয়া জোট খুবই গুরুত্বপূর্ণ।এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তানাশাহী সরকার বলে বিদ্রুপ করেন সিপিএম দলের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং এও বলেন আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে এই তানাসাহি বিজেপি সরকারকে কেন্দ্র থেকে চিরতরে উৎখাত করে নতুন সরকার দিল্লিতে গঠন করতে পারবে বলে মনে করেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং।যে নতুন সরকার গঠিত হবে সে হবে গণতান্ত্রিক, নিরপেক্ষ,ও সংবিধান রক্ষাকারী সরকার।এই সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীদের উন্নতির দিকে লক্ষ্য রাখবে পাশা পাশি মা-বোনদের ইজ্জত বাঁচানোর জন্য নতুন সরকার গঠন করা হবে ।যে সরকারের কাছে দাবি করা যাবে এইসব বিষয় নিয়ে তেমনি এক সরকার গঠিত হবে আগামী দিন,সেই সরকারের সাথে যে কোন বিষয় নিয়ে কথা বলা যাবে সেই রকমই এক সরকার গড়বে ওরা বলে মন্তব্য করেন পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। ভাই নতুন সরকার গড়তে ইন্ডিয়া জোটের রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিষ সাহা এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই সভা থেকে আহ্বান জানান রাজ্যে গণদেবতাদের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য