Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখর বুঝাই অটো গাড়িতে আগুন ।ঘটনা খোয়াই বিমানবন্দর এলাকায়।

খর বুঝাই অটো গাড়িতে আগুন ।ঘটনা খোয়াই বিমানবন্দর এলাকায়।

খোয়াই প্রতিনিধি ৭ই জানুয়ারি…..রবিবার দুপুরে খোয়াই বিমানবন্দর সংলগ্ন এলাকায় খড় বোঝাই গাড়িতে আগুন লেগে যায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই দমকল এর কর্মীরা। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানায় খড় বুঝাই গাড়িটির খড় বিদ্যুতের তারের সংস্পর্শে আশা মাত্রই খড়ের মধ্যে আগুন লেগে যায়। চলন্ত গাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে খড়। এলাকাবাসী দেখতে পেয়ে গাড়িটিকে থামিয়ে তৎক্ষণাৎ খবর দেয় খোয়াই দমকল কর্মীদের। দমকল কর্মীরা ছুটে এসে কোনক্রমে আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ খড় পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনের লেলিহান শিখায় গাড়িটির অনেকটাই ক্ষতি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের অভিমত অতিরিক্ত মুনাফার জন্য একাংশ যানচালকরা ছোট ছোট গাড়ি গুলিতে অতিরিক্ত মাল বোঝাই করে চলাচল করে এতে চালক, গাড়ি ও পথ চলতি জনতা অনেকটাই ঝুঁকির মধ্যে থাকতে হয়। যদিও পুলিশ বাবুরা গাড়ির চালকদের ওভার লোভের একটি ফাইন কেটে তারা তাদের দায়িত্ব খালাস করেন। এই সমস্ত ওভারলোভের গাড়ি গুলিকে শুধু জরিমানা করে ছেড়ে না দিয়ে আইনের আওতায় নিয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বলে মনে করছেন এলাকার জনগণ। এখন দেখার বিষয় এই সমস্ত ঘটনার ক্ষেত্রে পুলিশ আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য