খোয়াই প্রতিনিধি ৬ই জানুয়ারি….. শনিবার দুপুরে খোয়াই তুলাশিকর ব্লকের উদ্যোগে আশারাম বাড়ি এ ডি সি ভিলেজের অন্তর্গত চামু বস্তি এলাকার অমৃত সরোবর সংলগ্ন এলাকাতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে প্রতি ঘরে ঘরে সুশাসন এই কর্মসূচির অঙ্গ হিসেবে এক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তাছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক রমেন সাঁওতাল, জেলা সহ আধিকারিক কেশব কর, মহকুমা শাসক মেঘা জৈন, বি এস এফের আধিকারিক রাজেন্দ্র চোপড়া, তুলা শিখর ব্লক চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, তুলা শিখর ব্লক আধিকারি মানস মুরাসিং সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা এই এলাকার জনগণের উদ্দেশ্যে বলবার চেষ্টা করেন রাজ্য সরকার এই এলাকার জনগণের স্বার্থে গোটা সরকারি দপ্তর গুলি এই এলাকায় নিয়ে এসেছে যাতে এই এলাকার জনগণের সরকারি সুযোগ-সুবিধা গুলি এখান থেকেই গ্রহণ করতে পারে। অনুরূপভাবে খোয়াই মহকুমা শাসক ও জেলা সহ আধিকারি বলেন প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি এভাবে সফল করা হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এসটি,এসসি, পি আর টি সি, মেরিজ সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র বন্টন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেকের জন্য এছাড়া বিভিন্ন শিল্পের গ্রুপে দেরকে তিন লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে এছাড়া এলাকার দুস্থ গরিবদের মধ্যেসাড়ে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়।এবং এই অনুষ্ঠানে আগত সবার জন্য দুপুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করাছিল। তাছাড়া বিভিন্ন এস এস জি গ্রুপ নিয়েও সহকারী জেলাশাসক ও মহাকুমা শাসক সহ বিভিন্ন সরকারি প্রতিনিধিরা আলোচনা করেন ।