Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যভিত্তিক শিশু দিবস পালিত হলো খোয়াই নতুন টাউন হলে।

রাজ্যভিত্তিক শিশু দিবস পালিত হলো খোয়াই নতুন টাউন হলে।

খোয়াই প্রতিনিধি ১৪ই নভেম্বর…রাজ্যভিত্তিক শিশু দিবস উদযাপন ২০২৩ অনুষ্ঠিত হলো মঙ্গলবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে । এই শিশু দিবস অনুষ্ঠানটি আয়োজন করেন ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এবং ব্যবস্থাপনায় ছিলেন খোয়াই শিক্ষা অধিকতা কার্যালয় এবং খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এদিন অনুষ্ঠানের প্রথম চারা গাছ লাগিয়ে জল দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়। পন্ডিত জওহরলাল নেহেরু ১৯৪৮ সালে এই অনুষ্ঠানটির প্রথমে শুরু করে ছিলেন। এর পর থেকে প্রতিবছর এই ১৪ই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে উদযাপন করা হয়। অনুষ্ঠানে পন্ডিত জহরলাল নেহেরুর ছবিতে পুষ্প দিয়ে অনুষ্ঠানটির শুরু করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহাশয়, খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা মহাশয়, শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা , খোয়াই জেলা শিক্ষা অধিকর্তা দিনেশ দেববর্মা, খোয়াই জেলার অন্যতম সদস্য সুব্রত মজুমদার ও দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। শিক্ষা অধিকতা বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্র ছাত্রীরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারলেই শিক্ষকদের জীবন সার্থক হয়। একজন ছাত্র যখন সমাজকে পরিচালনা করতে দেখা যায় তখন একজন শিক্ষকের সবচেয়ে বেশি গর্ব করে বলতে পারেন এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি আমার ছাত্র ছিলেন। ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্র ছাত্রীরা সমাজের প্রতিষ্ঠিত হলে শিক্ষকরা মনে মনে গর্ব করতে পারেন যে তাদের শিক্ষাদান সার্থক হয়েছে । ছাত্র ছাত্রীদেরও শিক্ষকদের প্রতি সর্বদা ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। প্রতিটি ছাত্র ছাত্রীস মনে রাখতে হবে তাদের জীবনের কারিগর হিসাবে শিক্ষকরাই একমাত্র অবলম্বন ছিল। এছাড়া অন্যান্য অতিথিরা ও এই দিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য