Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২০৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রয়াত অটো চালকের বাড়িতে গেলেন আই...

২০৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রয়াত অটো চালকের বাড়িতে গেলেন আই পি এফ টি দলের নেতৃত্বরা

খোয়াই প্রতিনিধি ১লা নভেম্বর….আই পি এফ টি-র শাখা সংগঠনের মোটর শ্রমিকের আই এম ডাব্লু ইউ খোয়াই পূর্ব আশারাম বাড়ি ডিভিশনের সম্পাদক বিশ্বজিৎ_দেববর্মা গত বৃহস্পতিবার দুপুরে পথ দুর্ঘটনার কারণে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর গত রবিবারে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এরপর বুধবার বিকালে প্রয়াত নেতৃত্বের বাছাই
বাড়ি চার ঘড়িয়া স্থিত নিজ বাসভবনে আসলেন রাজ্যের মন্ত্রিসহ আই পি এফ টি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা।এবং প্রয়াত বিশ্বজিৎ দেববর্মা পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার আত্মার শান্তি কামনা করেন। ঘটনা গত বৃহস্পতিবারের আই পি এফ টি দলের মোটর শ্রমিক সংগঠনের খোয়াই পূর্ব ডিভিশনের সম্পাদক বিশ্বজিৎ দেববর্মা(৩৭) সেদিন বাচাইবাড়ী বাজারে রাস্তা অতিক্রম করছিলেন তখনই আশারামবাড়ী থেকে আগত একটি যাত্রীবাহী অটোরিক্সাটি বিশ্বজিৎ দেববর্মা কে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মেরে ফেলে চলে যায়।গুরুতর আহত হয় বিশ্বজিৎ দেববর্মা।খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শেষে রবিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জি বি হাসপাতালেই।বিশ্বজিত দেববর্মা আই পি এফ টি দলের মোটর শ্রমিক ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন।বুধবার সন্ধ্যায় ওই প্রয়াত মোটর শ্রমিক সংগঠনের কর্মীর বাড়িতে আসলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আই পি এফ টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সভাপতি প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা খোয়াই পূর্ব ডিভিশনের প্রেসিডেন্ট ফিরোজ দেববর্মা আর ছিলেন আই এম ডাব্লু ইউ এর সভাপতি সন্তোষ দেববর্মা সহ একযাক নেতৃত্বরা। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শোক সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য