Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২০৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আই এম ডাব্লু ইউ সংগঠনের এক...

২০৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আই এম ডাব্লু ইউ সংগঠনের এক অটোচালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাচাইবাড়ী বাজারে ১২ ঘন্টা পথ অবরোধে বসলো আই এম ডাব্লৱ ইউ সংগঠনের সমর্থকরা

খোয়াই প্রতিনিধি ৩১ অক্টোবর…..গত ছয় দিন আগে ২০৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত অটো চালকের মৃত্যু হয় রবিবার। তারই প্রতিবাদে ১২ ঘন্টা পথ অবরোধে বসলো ত্রিপরা মাথার আই এম ডাব্লু ইউ এর অটোচালক সংঘ মঙ্গলবার সকাল ছয়টা থেকে খোয়াই বাচাইবাড়ি বাজারে।ঘটনার বিবরণে জানা যায় ত্রিপরা মথা দলের আই এম ডাব্লু ইউ অটো চালক সঙ্গের আশারামবারি কেন্দ্রের সম্পাদক তথা বাচাই বাড়ি চার ঘড়িয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মা (৩৭) নিজেও একজন অটোচালক গত বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ বাছাইবাড়ী বাজার এলাকার ২০৮ নং জাতীয় সড়ক দিয়ে পথ অতিক্রম করার সময় বেহালা বাড়ি থেকে আগত TR06 2777 নম্বরের অটোটি বিশ্বজিৎ দেববরমাকে সজোরে ধাক্কা দিলে বিশ্বজিৎ দেববর্মা ছিটকে গিয়ে রাস্তার পাশে ড্রেনের দেওয়ালে মাথাটি লাগার কারণে ফেটে যায় ।অবশেষে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জীবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় কারণ বিশ্বজিৎ দেববর্মার মাথার আঘাত ছিল গুরুতর।অন্যদিকে আশারাম বাড়ি চামা বস্তি এলাকার বাসিন্দা তথা অটোচালক পাপ্পু কর কে আটক করে এলাকাবাসি এবং পুলিশের হাতে তুলে দেয়। অবশেষে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে রবিবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিপড়া মথা দলের অটো সংগঠন আই এম ডাব্লু ইউর আসরাম বাড়ী অঞ্চলের সম্পাদক বিশ্বজিত দেববর্মার। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাচাইবাড়ী বাজারে বারো ঘণ্টা পথ অবরোধ করে বসে আই এম ডাব্লু ইউ অটো চালক সংগঠনের কর্মকর্তারা।যদিও এই পথ অবরোধকে কেন্দ্র করে ধাপে ধাপ দুপুরের পর থেকে রাস্তায় আটকে থাকা গাড়ি গুলিকে অল্পবিস্তার ছেড়ে দেওয়া হয়।তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেই অবরোধ চলতে থাকবে।এই ঘটনা কে কেন্দ্র করে পথ অবরোধ কারীদের দাবি এই জায়গাতে দুর্ঘটনা এড়াতে প্রশাসন যাতে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করে কারণ এই জায়গাতে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনার কারণে পথচারিত মানুষের প্রাণহানি ঘটছে তা রোধ করতে যাতে পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ নেয় সেই আবেদন রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য