তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ডাকাতির ঘটনায় তিন ডাকাত দলের সদস্যকে আটক করল পুলিশ। সোনামুড়া থানায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ওই তিন ডাকাত দলের সদস্যকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে তেলিয়ামুড়া থানার পুলিশ; ঘটনা সোমবার।এই ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানিয়েছেন,,,, বিগত দিনে সোনামুড়া থানায় IPC U/S 395 ধারায় একটি ডাকাতির মামলা দায়ের হয়েছিল। সোনামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর 145/2023। এই মামলার তদন্তে নেমে সোনামুড়া থানার পুলিশ জানতে পারে আগরতলা থেকে শিলচর’গামী রেলে করে ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তিনজন বহির রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। পরবর্তীতে সোনামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ’কে এবং এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তদের আটক করার জন্য অভিযান চালায়। যথারীতি এই অভিযানে নেমে আগরতলা থেকে শিলচর’গামী রেলে তল্লাশি চালিয়ে সাফল্য পায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ আটককৃত ওই তিন ডাকাত দলের সদস্য তথা ফারুক হোসেন, মমিনুল রহমান, প্রীতম ভৌমিক’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে তাদেরকে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে।।