Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদযান দুর্ঘটনায় আহত এক

যান দুর্ঘটনায় আহত এক

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আবারো ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত এক! ঘটনাটি ঘটে মঙ্গলবার দিন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন শিববাড়ি এলাকায়।ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার দিন আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে যাওয়া NL 01O2381 নম্বরের একটি দূরপাল্লার কন্টেইনার গাড়ি এবং TR 05E1732 নম্বরের একটি ট্রিপার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় শিববাড়ি এলাকায়। গাড়ি দুটির সংঘর্ষে এই ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় দূরপাল্লার কন্টেইনার গাড়িতে থাকা গাড়িটির চালক উত্তরপ্রদেশের বাসিন্দা দীনেশ পাল নামের এক ব্যক্তি। তৎক্ষণাৎ এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ওই গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই গাড়ির চালকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে। সেই সঙ্গে এই দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ।অন্যদিকে, আসাম আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার দিন ঘটে যাওয়া এই ভয়াবহ যান দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকার জুড়ে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য