শনিবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই অফিস ঘরের উদ্ভোদন করেন। কৃষ্ণপুর বিধান সভার অধীনে মাইগংগা এলাকায় করাহয় এই অফিস ঘরটি। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি তপন নম দাস, জেলা কমিটির সম্পাদক বিজন কর, প্রাক্তন কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব, কৃষ্ণপুর বিধান সভা এলাকার কর্মচারী সংঘের নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন এই অফিস থেকে এলাকার শিক্ষিত সমাজের মানুষের সংঘটন হল এই কর্মচারী সংঘের সংগঠন। এই সংঘটন আগামী দিনে কৃষ্ণপুর এলাকার সমাজের সকল অংশের মানুষের জন্য এবং মানুষের পক্ষেচকাজ করবে।