Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদগত তিন চার দিন ধরে নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টিপাত ঘটছে আর তা...

গত তিন চার দিন ধরে নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টিপাত ঘটছে আর তা তো করে ব্যাঘাত ঘটছে আসন্ন দূর্গা পূজার প্যান্ডেল ও প্রতিমা তৈরীর কাজে। বাড়ছে বাজারের সবজির দাম।

খোয়াই প্রতিনিধি ৬ই অক্টোবর…….আর হাতেগোনা কিছু দিন পর সারা দেশজুড়ে হতে চলেছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।আর এর মধ্যে নিম্ন চাপের ফলে বৃষ্টি হচ্ছে অনবরত বিগত কয়েকদিন ধরে। খোয়াই মহকুমা এলাকাতে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক ক্লাব শারদীয় দুর্গোৎসব উদযাপনে মেতে উঠেছে। পূজার প্রাক মুহূর্তে এইরকম বৃষ্টি হলে পুজো প্রস্তুতকারীরা অনেকটাই বে কায়দায় পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মৃত শিল্পী এবং প্যান্ডেল প্রস্তুতকারীরা। যদিও মৃত শিল্পীরা সেই পরিস্থিতি থেকে বের হতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিমা শুকানোর কাজটা সম্পন্ন করবার চেষ্টা করছেন তারপরও সুন্দরভাবে প্রতিমা তৈরি করার ক্ষেত্রে সূর্যের আলোর প্রয়োজনীয়তা রয়েছে অনেক। অপরদিকে প্যান্ডেল তৈরির কাজ যারা করেন তাদেরকে অনেকটাই বেগ পেতে হচ্ছে, বর্তমান সময়ে বরুণ দেবতার আশীর্বাদকে অপেক্ষা করে প্যান্ডেল তৈরি কাজে ব্যস্ত রয়েছেন বিভিন্ন পেন্ডল কারিগররা। অন্যদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রী বিক্রেতারা শারদীয় দুর্গোৎসবের উপরন্ত বিক্রির জন্য পুজোর নতুন জামা কাপড়,জুতো মেয়েদের প্রসাধনী নিয়ে অনেকটা পসারী সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় বসে রয়েছে বিভিন্ন দোকানিরা। গত তিনদিন ধরে খোয়াই মহকুমা এলাকা জুড়ে ভারি মাত্রায় বৃষ্টি চলছে যার ফলে খোয়াই মহকুমা এলাকার প্রধান বাজার সুভাষ পার্কে লোকজনের সেই রকম আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এমনিতেই বর্তমান সময়ে ছোট ছোট ব্যবসায়ীরা ও বিভিন্ন মলের ব্যবসায়ীরা অনলাইন ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় শামিল হতে পারছে না। তারপরও প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসা একেবারে লাটে উঠার উপক্রম হয়েছে। বাঙালির প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব এই দুর্গোৎসবে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তের প্রত্যেকেই নতুন জামা কাপড় কেনার একটা অফুরন্ত আনন্দ উল্লাস লেগে থাকে তৎকালীন সময়ে কিন্তু সেটা মোটামুটি হারিয়ে গেছে বললেই চলে। বর্তমান সময়ে নতুন প্রজন্ম এখন আর বাজারে এসে জামা কাপড় এবং বিভিন্ন সামগ্রী কেনার হিরিক সেরকম লক্ষ্য করা যায় না। অধিকাংশ কেনাকাটা বিভিন্ন মল এবং অন লাইনের মাধ্যমে কেনাকাটা সেরে ফেলেন। এইদিকে গত তিন চারদিন ধরে ভারী বর্ষণের ফলে সবজি চাষীদের মাথায় হাত। অধিকাংশ প্রাকৃতিক সবজি চাষিদের সবজি ক্ষেত নষ্ট হতে চলেছে বাজারে সবজির দাম আকাশছোঁয়া এই পুজোর মরশুমে। বাঙালিদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব এর প্রাক মুহূর্তে সবজির দাম আকাশ ছোঁয়া এটা ভাবনার বিষয়। আগামী চৌদ্দই অক্টোবর শনিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হতে চলেছে । কিন্তু খোয়াই মহকুমা এলাকার অধিকাংশ শারদীয় দুর্গোৎসব প্রস্তুত কমিটি তাদের পুজোর বিভিন্ন কাজকর্ম গুছিয়ে নিতে পারেনি কারণ প্রতিদিনের বৃষ্টি অনেকটাই ব্যাঘাত ঘটাচ্ছে শারদীয় দুর্গোৎসবের। যদিও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও বাঙালির প্রধান উৎসব শারদীয়া দুর্গোৎসব এর উদযাপনের ক্ষেত্রে খোয়াই মহকুমা এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগণ অধীর আগ্রহে দিন গুনায় ব্যস্ত। আশা করা যাচ্ছে সকল রকম প্রতিকূলতাকে পেছনে ফেলে খোয়াই মহকুমা এলাকার শারদীয় দুর্গোৎসবের দিনগুলি সুন্দরভাবে কাটবে বলেন আশাবাদি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য