খোয়াই প্রতিনিধি ২১শেসেপ্টেম্বর…বৃহস্পতিবার দুপুর খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হলো ককবরক ভাষার উপর একদিনের বক্তৃতা প্রতিযোগিতা ও “জরানি খরাং” ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানটি । এই দিন “দেশাত্বকবোধের” উপর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় তাতে খোয়াই মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এই দিন এই প্রতিযোগিতায় সর্বমোট ২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে । এদের মধ্যে প্রথম হয়েছে লিসা দেববর্মা এবং দ্বিতীয় হয়েছে খাপানং দেববর্মা ও তৃতীয় হয়েছে সুরভী দেববর্মা । এই দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই মহাবিদ্যালয়ের ভার প্রাপ্ত অধ্যক্ষ ভূষণ চন্দ্র দাস বলেন মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আগামী দিনে ভাষা চর্চার মধ্য দিয়ে দেশ তথা রাজ্যের মধ্যে ঐতিহ্যের সাথে মাতৃভাষার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে । এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূষণ চন্দ্র দাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পঙ্কজ চক্রবর্তী, ককবরক ভাষা বিভাগের প্রধান কবিকা দেববর্মা সহ মহাবিদ্যালয় এর ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এই দিন।