খোয়াই প্রতিনিধি ২১ শে সেপ্টেম্বর…..নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ একের পর এক সাফল্য পেয়ে চলেছে,একইভাবে গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার একটি গাড়ি থেকে দুই লক্ষ টাকার শুকনো গাজা উদ্ধার করে. তেমনি ভাবে বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানায় খবর আসে আগরতলা থেকে আগত মহিন্দ্র কোম্পানির একটি বোলেরো TR04C0671 নম্বরের গাড়িটি খোয়াই ধোলাবিল চৌহমুনি থেকে রামচন্দ্র ঘাট হয়ে তেলিয়ামুরার উদ্দেশ্যে যাচ্ছে এই খবর পেয়ে খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং মহাকুমা পুলিশ আধিকারিক প্রসন মজুমদার সেই বোলোরো গাড়িটির পেছনে ধাওয়া করে করে ২০০ মিটারের মধ্যে গাড়িটিকে আটক করতে সম্ভব হয়।এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে ছয়টি সাবানের কেইসের মধ্যে আনুমানিক পাচ থেকে ছয় লক্ষ টাকার ব্রাউন সুগার লুকানো ছিল সেই ব্রাউন সুগার সহ গাড়ি চালক সৌমিত্র কর্মকারকে খোয়াই থানায় নিয়ে আসা হয় বুধবার রাতে।গাড়ি চালক সৌমিত্র কর্মকারের কাছ থেকে ব্রাউন সুগার ছাড়াও নগদ তিন হাজার টাকা সহ দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ ।পুলিশ জানাই গাড়ির চালক সৌমিত্র কর্মকারের বাড়ি কমলপুর থানাধীন লালছরি এলাকায় এই বিষয়ে পুলিশ সৌমিত্র কর্মকারকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং বৃহস্পতিবার আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আদালতও পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয় সৌমিত্র কর্মকারকে।এরপর পুলিশের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাতে করে সৌমিত্র কর্মকারের আরো সহপাঠী অন্য কাউকে ধরতে পারে কিনা সেই বিষয়ে জানতে।