ঘটনার বিবরণে জানা যায়,,, বিগত প্রায় তিন দিন ধরে সংশ্লিষ্ট এলাকাতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে, আরো জানা গেছে এলাকায় বিদ্যুৎ সম্প্রসারণের কাজ করার সময় কোনভাবে পানীয় জলের সরবরাহের জন্য যে পাইপ গুলো ছিল সেগুলো কেটে যাওয়ার ফলে এই বিপত্তি তৈরি হয়। কিন্তু দুইদিন অতিক্রম হয়ে তিন দিনে পড়লেও এই পাইপ গুলো সংস্কার করে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ করার ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে গোটা বিষয় নিয়ে ডি.ডাব্লিউ.এস দপ্তরে যোগাযোগও করা হয়েছিল। যদিও এলাকাবাসীদের এই দাবি উড়িয়ে দিয়ে ডি.ডাব্লিউ.এস কর্তাদের বক্তব্য হচ্ছে তাদের নজরে বিষয়টা আনা হয়নি। যদিও বুধবার এভাবে হঠাৎ করে সাধারণ মানুষরা পথ-অবরোধে নেমে আসলে টনক নড়ে কর্তৃপক্ষের, তড়িঘড়ি অবরোধ স্থলে ছুটে যায় পুলিশ সহ ডি.ডাব্লিউ.এস দপ্তরের আধিকারিকরা। অনতিবিলম্বে কেটে যাওয়া পাইপ সারাই করে পানীয় জল সরবরাহ করার ব্যাবস্থা করা হবে এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রায় কয়েক ঘন্টা দেরি করে এই অবরোধের জেরে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।