Sunday, January 25, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজি এম পির খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস...

জি এম পির খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস পতাকা উত্তোলনের মাধ্যমে

খোয়াই প্রতিনিধি ৯ ই আগস্ট…. বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে বুধবার সকালে জি এম পি র বিভাগীয় কমিটির উদ্যোগে হলো পতাকা উত্তোলন ও হলসভা।বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে এদিনের কর্মসূচীতে যোগ দেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় কর্মীরা।দিবসটি উদযাপনের মূল কর্মসূচীটি ছিল পার্শ্বনাথ মুকুল ভবন প্রাঙ্গণে।শুরুতে জি এম পি — র পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা।পরে পার্শ্বনাথ মুকুল ভবনের হলঘরে আয়োজিত হয় হলসভা।সংগঠনের বিভাগীয় সভাপতি হরেন্দ্র দেববর্মা ছিলেন হলসভার সভাপতি।বক্তব্য রাখেন জি এম পি র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা , কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও বিভাগীয় সম্পাদক সুবোধ দেববর্মা।হলসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব আদিবাসী দিবস উদযাপন শুধুমাত্র কোন ধরনের নিছক গতানুগতিক আনুষ্ঠানিক কর্মসূচী নয়।বর্তমান সময়ের প্রেক্ষাপটে দিবসটি নতুন করে তাৎপর্য্য ও গুরুত্ব নিয়ে আমাদের সামনে আজ উপস্থিত হয়েছে।পরিস্থিতির সঠিক মূল্যায়ন করে বর্তমান সময়ের আলোকে সব ধরনের প্রতিকূল অবস্থার মোকাবিলায় আমাদের ইতিকর্তব্য নির্ধারণ করতে হবে।নেতৃবৃন্দ বলেন দেশের সরকার চরম সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ।ফলে স্বাভাবিক ভাবেই শ্রেণীগত চেতনার দিক থেকে বি জে পি উপজাতি স্বার্থ বিরোধী।এজন্য দেশে আজ উপজাতিরা বঞ্চনার শিকার।উপজাতিদের ওপর চলছে দমণ পীড়ন।উপজাতিদের জমি কেড়ে নিয়ে বহুজাতিক কর্পোরেট ব্যাবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।বনভূমির অধিকার থেকে উপজাতিদের উচ্ছেদ করে দিতে সংসদে বন আইন সংশোধন বিল পাসের মধ্য দিয়ে উপজাতিদের চরম সর্বনাশ ডেকে আনছে বি জে পি।তাই আজ উপজাতিদের অধিকার সুরক্ষা ও বাঁচা বাড়ার স্বার্থে দুর্বার লড়াই সংগ্রাম গড়ে তোলা ছাড়া কোন বিকল্প নেই।
এছাড়াও হলসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ ১২৫ তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এ ডি সি র হাতে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান করা, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা সহ অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার দাবীতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।বক্তারা আই পি এফ টি ও তিপ্রা মথার মতো মেকী উপজাতি দরদীদের মুখোশ উন্মোচন করে এদেরকে জনবিচ্ছিন্ন ও কোনঠাসা করার আহ্বান জানান।একইসাথে সময়োপযোগী সংগঠন গড়ে তুলে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জোরদার আন্দোলনের আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য