Wednesday, January 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শহর লাগোয়া পূর্ব গনকি ও পশ্চিম গনকি কলোনি এলাকার রাস্তার বেহাল...

খোয়াই শহর লাগোয়া পূর্ব গনকি ও পশ্চিম গনকি কলোনি এলাকার রাস্তার বেহাল দশা । কুম্ভ নিদ্রায় পূর্ত দপ্তর।

খোয়াই প্রতিনিধি ৪ঠা আগস্ট…… ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওবার কিছু দিন পর থেকে খোয়াই সহ সারা রাজ্যে নতুন নতুন রাস্তা তৈরি করছেন তার মধ্যে দুটি নতুন জাতীয় সড়ক নির্মাণ করার কাজ চলছে এতে রাজ্যের তথা খোয়াই এর আপামর জনগণ রাজ্য সরকারকে সাধুবাদ জ্ঞাপন ও করছেন এতে কোন সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু রাস্তার কাজ পূর্ত দফতরের অধীনস্ত। কিন্তু ওই রাস্তা গুলির অবস্থা বর্তমানে এমন বেহাল অবস্থায় রয়েছে যে সাধারণ জনগণের চলাচল করা একে বারে সাধ্যের বাইরে । সাধারণ জনগণ থেকে শুরু করে ছোট বড় যানবাহন গুলি চলাচল করা বন্ধের পথে। ঠিক এইরকম খোয়াই পূর্ব গনকি ও পশ্চিম গনকি কোলোনি যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা পরিণত হয়ে রয়েছে। অথচ রাজ্য সরকার এই রাস্তার মেরামতের জন্য কাজটি কোন এক ঠিকাদারকে কাছে সেই কাজের বরাত প্রদান করেছিল, যথারীতি এই কাজটির মেরামত জন্য কিছু পরিমাণ নির্মাণ সামগ্রী এনে ফেলা ও হয়েছিল তারপরও কোন এক অজ্ঞাত কারণে কাজটি করছে না এই বিষয়ে পূর্ত দফতরের কোন হেলদোল নেই, পূর্ত দপ্তর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ।এদিকে এই সড়কটি ধরে খোয়াই পূর্ব গনকি ও পশ্চিম গনকি কলোনির হাজার হাজার জনগণ প্রতিদিন চলাচল করে. এই রাস্তা ধরে।এমনিতে বর্ষাকাল চলছে একটু বৃষ্টি হলেই সাধারণ জনগণ থেকে শুরু করে ছোট বড় যানবাহন গুলি চলাচল করা এই সময়ে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সব থেকে খারাপ অবস্থা পরিণত হয়েছে, প্রায় ২০০ মিটার রাস্তা, রাস্তার মধ্যখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে , কোনটা রাস্তা কোনটা জল বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়িয়ে।এই রাস্তা ধরে প্রতিদিন ছোট ছোট কচিকাঁচা শিশুরা স্কুলে যাতায়াত করেন রাস্তার এই বেহাল দশার জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আসা ও কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় এত বড় বড় গর্ত তৈরি হয়েছে ছোট যান টম টম গুলির চলাচলের ক্ষেত্রে কষ্টকর। অধিকাংশ টমটম চালক এবং অটো চালকরা এই রাস্তা ধরে খোয়াই পূর্ব গণকি ও পশ্চিম. গনকি কলোনি এলাকাতে যাত্রী নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। এতে এই এলাকার সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে। সর্বপরি এই রাস্তাটি নিয়ে এই এলাকার জনগণ সমস্যার মধ্যে আছেন। অতি দ্রুত এই রাস্তাটির মেরামতের উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার জনগন। এখন দেখার বিষয় এই রাস্তাটির মেরামতের বিষয়ে পূর্ত দপ্তর কুম্ভ নিদ্রা থেকে জাগে কিনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য