Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগ মিশন ইন্দ্রধনুষ নিয়ে এক কর্মশালা এবং...

খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগ মিশন ইন্দ্রধনুষ নিয়ে এক কর্মশালা এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

খোয়াই প্রতিনিধি ২শরা আগস্ট…..মিশন ইন্দ্রধনুষ অঙ্গ হিসেবে বুধবার দুপুরে খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে “মিডিয়া কর্মশালা ও সাংবাদিক সম্মেলনের” আয়োজন করা হয় খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডি আই ও ডঃ বিক্রম দেববর্মা,ড: রাজ কিশোর দেববর্মা, ড: বিজন দাস এবং ড: গৌরব।কেন্দ্রীয় সরকারের মিশন ইন্দ্র ধনুষের পঞ্চম পর্যায়ে টিকা করণ কর্মসূচি খোয়াই জেলায় শুরু হচ্ছে আগামী ৭ আগষ্ট থেকে। ৭ থেকে ১২ আগস্ট প্রথম রাউন্ড, ১১ থেকে ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ড এবং ৯ থেকে ১৪ অক্টোবর তৃতীয় রাউন্ডে টিকা করণ কর্মসূচি করা হবে। পূর্বে যারা টিকা নেননি অথবা আংশিক টিকা করণ নিয়েছেন তাদেরকে টিকা করণের আওতায় নিয়ে আসা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে চিকিৎসক আধিকারিরা জনগণের কাছে এই বার্তা গুলি পৌঁছানোর আহ্বান রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য