Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন সি সি রোডের কাজকর্মকে খতিয়ে দেখতে ঐসব...

খোয়াই পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন সি সি রোডের কাজকর্মকে খতিয়ে দেখতে ঐসব এলাকাতে পরিদর্শনে যান খোয়াই মন্ডল সভাপতি।

খোয়াই প্রতিনিধি ২শরা আগস্ট…..খোয়াই শহরকে সুন্দর করতে এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটকে উন্নত করার লক্ষ্যে খোয়াই পুর পরিষদ কাজ করে চলেছে।তেমনিভাবে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলিকে সিসি রাস্তায় পরিণত করা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে বুধবার খোয়াই পুর পরিষদের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাতে তিনটি সিসি রোডের কাজ চলছে।সেই সিসি রোডের কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা এর জন্য পর্যবেক্ষণ করতে যান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।বুধবার খোয়াই পুরো পরিষদের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকাতে তিনটি সিসি রোডের কাজ চলছে তিনটি সি সি রোড মিলিয়ে ১১৭ ফুট রাস্তার কাজ চলছে।এ তিনটি রোড তৈরি করতে তিন লক্ষ ৯ হাজার টাকা খরচ হবে।এর আগে যেসব সি সি রাস্তা গুলি হয়েছিল সেগুলি ইটের কংক্রিট দিয়ে তৈরি হয়েছিল তাতে অনেক ক্ষেত্রে অনেক রাস্তা নষ্ট হয়ে যায়।সেই দিক দিয়ে বিবেচনা করে এবারকার সমস্ত সি সি রোড গুলিকে পাথরের চিপস্ দিয়ে করা হচ্ছে যাতে রাস্তা গুলো দীর্ঘজীবী হয়।রোডগুলি হচ্ছে ৬ নং ওয়ার্ডের মরা নদী এলাকার বিজয় ঘোষ এর বাড়ির সামনের রাস্তা,কৃষ্ণ দেবের বাড়ি এলাকার রাস্তা এবং রামঠাকুর সেবাশ্রম সংলগ্ন মিলু দাসের বাড়ির রাস্তার কাজ গুলি চলছে।এই কাজ গুলি তত্ত্বাবধান করছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা।এবং এই কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা এবং কাজের গুণমান কতটুকু রয়েছে তার জন্য ওই এলাকাতে পরিদর্শনে যান মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মজুমদার বলেন খোয়াই পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তা গুলিকে ইট সোলিং অথবা সি সি রোডে রূপান্তরিত করা হচ্ছে।এলাকার কাউন্সিলার মৃত্যুঞ্জয় নাথ শর্মার প্রশংসা করেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ।তিনি এও বলেন এর জন্য এলাকার কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজের তত্ত্বাবধান করছেনএবং এলাকাবাসীর সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজকর্ম করে চলেছেন৬ নং ওয়ার্ডের কাউন্সিলর।পাশাপাশি খোয়াই পুর পরিশদের অন্তর্গত বিভিন্ন নাগরিকদের বিভিন্ন পরিসেবা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পুর পরিষদ বলেন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার ।মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এও বলেন খোয়াই শহরের বেশিরভাগ রাস্তা ইট সোলিং বা সি সি রোড বানিয়ে দিয়েছে পুর পুরিসদ।রাস্তা ঘাটের কথা চিন্তা করে পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন জল নিকাশি ড্রেইন গুলিকে পরিষ্কার পরিচ্ছন্নকরে রাখা হয়েছে।যার ফলে এত বৃষ্টির পরও শহরে জল জমতে পারিনি।বর্তমানে পুর পরিষদের প্রায় সবগুলি রাস্তাকে সিসি রোডের আওতায় নিয়ে আসা হয়েছে এতে করে খোয়াই পুরো বাসি ব্যাপক খুশি।শ্রী মজুমদার বলেন বিজেপি সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে তাই সেই আস্তার প্রতি সম্মান রেখে বিজিবি সরকার এবং খোয়াই পুর পরিষদ খোয়াই বাসীর স্বার্থে কাজ করে চলেছে।এবং এই তিনটি রাস্তা তৈরি করার ফলে এলাকার ৫০ টি পরিবার উপকৃত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য