Monday, January 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ১০ দফা দাবি নিয়ে তিপড়া মাথার পক্ষ থেকে তুলাসীখর ব্লকের আধিকারিক এর...

১০ দফা দাবি নিয়ে তিপড়া মাথার পক্ষ থেকে তুলাসীখর ব্লকের আধিকারিক এর কাছে গন ডেপুটেশন দেওয়া হয়।

খোয়াই প্রতিনিধি ২৩ শে জুন….শুক্রবার দুপুর বারোটা নাগাদ তিপড়া মথা দলের পক্ষ থেকে ১০ দফা দাবি নিয়ে খোয়াই তুলাশীখর ব্লকের ভিডিও মানুষ মরা সিং এর কাছে এক গন ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশন কে কেন্দ্র করে সকাল ১০ টা থেকে চাম্পাহাওর চৌহমুনি বাজারে ত্রিপরা মথা দলের সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে শেষে দুপুর বারোটা নাগাদ চম্পা হওয়ার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে একটি রেলি বের করা হয় এই ডেপুটেশনকে কেন্দ্র করে এই এই মিছিলটি স্কুল মাঠ থেকে শুরু করে তুলাসিখর ব্লকে এসে সমাপ্ত হয় মিছিলের প্রথম সাড়িতে ছিলেন আসারাম বারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এমডিসি অনন্ত দেববর্মা রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়িকা স্বপ্ন দেববর্মা সহ বিভিন্ন জোনাল এবং সাবজোনালের চেয়ারম্যানরা। কি কি বিষয়ে ডেপুটেশন প্রদান করছেন এই বিষয়ে জানতে চাইলে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন রাজ্যের বর্তমান সরকার লুটের বাণিজ্য চালাচ্ছে এরই প্রতিবাদ এ বিক্ষোভ মিছিল ডেপুটিশন প্রদান করা তাদের দশটি দাবি নিয়ে ডেপুটেশন দিতে চলেছেন তার মধ্যে বিশেষ করে বিপিএল কার্ডের সার্ভে করা, পানীয় জলের ব্যবস্থা করা, বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য কালভার্ট নির্মাণ করা, অঙ্গনওয়াড়ি কর্ম এবং হেলপার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তোলা হয়েছে সেই বিষয়ে তদন্ত করা রাগার মজুরি বৃদ্ধি করা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন করা সহ দশটি দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন। এক বক্তব্যে অনিমেষ দেববর্মা কেউ বলেন রাজ্য বিজেপি ও আই পিএফ টি জোট সরকার সাধারণ মানুষদেরকে বঞ্চিত করে যেভাবে লুটের বাণিজ্য চালাচ্ছে এর জন্য গণ ডেপুটেশন প্রদান করা হচ্ছে। এ বিষয়ে অনিমেষ দেববর্মা এও বলেন ডেপুটেশন কাকে বলে তা দেখিয়ে দেওয়া হবে আজ তুলা শিখর থেকে এছাড়া তিনি এও বলেন জনসমর্থন ছাড়া লুটের বাণিজ্যে যে চালানো যাবে না তা এখন থেকেই শুরু করা হচ্ছে। এর পর সবাই মিছিল নিয়ে তুলাসিখর ব্লকের গেইটের সামনে গেলে পুলিশ প্রশাসন তাদেরকে বাধা প্রদান করে এতে করে কয়েক হাজার তিপরা মথার কর্মী সমর্থকরা পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে তাতে পুলিশের তৈরি করা বেরিগেইট ভেঙ্গে তুলাশিখর ব্লকের ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে ব্লকের দরজাতেও পুলিশ তাদেরকে বাধা দেয় সেখানে মথার কর্মী সমর্থকরা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং একসময় ভিডিওর গাড়িটিকে কয়েকদিনে মিলে ধাক্কাধাক্কি করে সরিয়ে দে দরজা থেকে। এরপর নয় সদস্যের একটি প্রতিনিধি দল তুলা শিখর ব্লকের ভিডিও মানষ মুরা সিংয়ের কাছে দশ দফা দাবি নিয়ে ডেপরেশন প্রদান করেন। শেষে ডেপুটেশন কে কেন্দ্র করে তুলাশিকর ব্লকের নিচের একটি মাঠে সভা করা হয় এবং ওই সভাতে বিভিন্ন নেতৃত্বরা বিজেপি সরকারের বিভিন্ন কাজে নিয়ে সমালোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য