খোয়াই প্রতিনিধি ২৩ শে জুন…..এবার সি পি এমের ঘরে হানা দিলেও বিজেপি। খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর দেব সরকারের ছোট ভাই সান্তনু দেব সরকার সহ নয় পরিবারের ২৮ জন সি পি এম ভোটার বিজেপি দলে যোগদান করেন। শুক্রবার বিকাল সাড়ে চারটা নাগাদ খোয়াই শিঙি ছড়া স্থিত ছন্দনীর কমিউনিটি হলে বিজেপি দলের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয় উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস খোয়াই পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই মন্ডলের সহ-সভাপতি প্রণব বিশ্বাস এলাকার উপপ্রধান গোপাল দেব সহ অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত সংস্থার নেতৃত্বরা কেন্দ্রে মোদি সরকারের নয় বছর পূর্তি ও কি কি কাজ করেছেন সে বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে মোদি সরকার কি ধরনের পরিকল্পনা করছেন এই বিষয়ক আলোকপাত করেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। উক্ত যোগদান সভায় খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের বিধায়ক তথা একসময়ের দাপুটে নেতা প্রয়াত সমীর দেব সরকারের ছোট ভাই শান্তনু দেব সরকার সহ ৯ পরিবারে ২৮ জন ভোটার কে নিয়ে বিজেপি দলে যোগদান করেন এবং মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এক সময় সিপিএম দলের নীতি আদর্শ হিসেবে ছিল গরিবদের সেবা করা এবং গরিবদের উন্নয়নমূলক কাজে সরকার এবং সিপিএম দল সবসময় এগিয়ে কাজ করবে কিন্তু ১৯৯৩ সালে যখন সিপিএম দ্বিতীয় বার ক্ষমতায় আসে এরপর থেকে ধীরে ধীরে সিপিএম দলের নেতারা তাদের সেই নীতি আদর্শ থেকে দূরে সরে গিয়ে নিজেদের পকেট ভারি করতে ব্যস্ত হয়ে পড়ে যা দেখা গেছে ১৯৯৮ সালের নির্বাচনের পর থেকে ওতপ্রুত ভাবে সমস্ত নেতারাই পকেট ভারি করতে ব্যস্ত হয়ে পড়ে। ওসব দিক দিক থেকে চিন্তা করে প্রাক্তন বিধায়ক সমীর দেব সরকারের ভাই সান্তনু দেব সরকার বলেন বিজেপি দলের মধ্যে একটা নীতি আদর্শ রয়েছে আর সেই আদর্শকেই পাথেয় করে আগামী দিন এই দলের একজন কর্মী হয়ে সাধারণ জনগণের জন্য কাজ করতে চান যা তিনি আগে সিপিএম দলের হয়ে করতেন কিন্তু বিভিন্ন কারণে ওই সময় তা করে উঠতে পারেননি। বিজেপি দলে নীতি আদর্শ আছে বলেই তিনি এই দলে যোগদান করেছেন বলে জানান। বাসুদেব ভট্টাচার্য খোয়াই



