Monday, January 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই শহরের বিভিন্ন মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয়।

খোয়াই শহরের বিভিন্ন মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয়।

খোয়াই প্রতিনিধি ২০ শে জুন.. মঙ্গলবার বিরকেলে খোয়াই এর বিভিন্ন মরন্দির থেকে মহাপ্রভু জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হল। তারমধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য খোয়াই এর সব থেকে পুরাতন রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে খোয়াই পুরান বাজার স্থিত হরি মন্দিরের রথযাত্রা। সেই রথযাত্রার সঠিক এবং সুন্দরভাবে পালন করার স্বার্থে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সোমবার হরিমন্দির রথ যাত্রা উৎসব কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন যাতে করে দীর্ঘদিনের পুরনো খোয়াইয়ের হরি মন্দিরের ঐতিহ্যবাহি রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়। যথারীতি এই দিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হরি মন্দিরের রথযাত্রার সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। ভক্ত প্রাণ মানুষ ও বৃষ্টির মধ্যে উপচে পরে । তাছাড়া খোয়াই সুভাষ পার্ক স্থিত যাদব মহাসভা পরিচালিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগেও জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় জগন্নাথ দেব আজ রথে চড়ে মাসির বাড়িতে যাচ্ছেন সাত দিনের জন্য থাকবে আগামী সাতদিন পর পুনরায় জগন্নাথ দেব নিজ বাসভবনে ফিরে আসবেন। এই উপলক্ষে খোয়াই যাদব মহাসভা জগন্নাথ দেবের জন্য সুসজ্জিতভাবে রথ সাজিয়ে তুলেন এবং এই রথযাত্রা উপলক্ষে এখানেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল । তাছাড়া এই রথযাত্রা উপলক্ষে খোয়াই সুভাষ পার্ক স্থিত যাদব মহাসভা পরিচালিত শ্রীকৃষ্ণ মন্দিরে সকলের জন্য মহা প্রসাদের ব্যবস্থাপনা করেছেন। ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করেছেন এছাড়াও খোয়াইয়ের বিভিন্ন মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত করেছেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য খোয়াই সমতল পদ্মবিল স্থিত হরি মন্দিরের উদ্যোগে বিগত আঠারো বছর ধরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে ঠিক অন্যান্য বছরের মতো এবারও হরি মন্দির থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয় মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ দেব রথের চরে হাত কাটা স্থিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার শেষে স্থানীয় বীরচন্দ্রপুর স্কুলের মাঠে রথযাত্রা সমাপ্তি হয় সেখানে বিশাল রথের মেলা আয়োজন করা হয় ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সব মিলিয়ে আজকের এই বৃষ্টি ভেজা দিনে রথযাত্রা উৎসব ঘটা করে উদযাপন করা হয় খোয়াইতে। ধর্মপ্রাণ মানুষ রথযাত্রার দিনটিকে ধুম ধামের সহিত জগন্নাথ দেবের রথের দড়ি একটু টানতে ব্যস্ত ছিল সকল ভক্তরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য