Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির! ঘটনা মঙ্গলবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন...

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির! ঘটনা মঙ্গলবার বিকেল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় খোয়াই নদীতে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এলাকা সূত্রে জানা যায়, চামপ্লাই এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সি কুলেন্দ্র সরকার নামের এক ব্যক্তি খোয়াই নদীতে স্নান করার উদ্দেশ্যে যায়। কিন্তু জলের গভীরতা বেশি থাকার কারণে স্নান করতে গিয়ে জলে ডুবে ওই ব্যক্তির মর্মান্তিকভাবে মৃত্যু হয়। যখন এই ঘটনা এলাকার লোকজন প্রত্যক্ষ করতে পারে তখনই শুরু হয় এলাকায় চিৎকার চেঁচামেচি এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় সুকের ছায়া নেমে আসে। বর্তমানে জলে ডুবে মৃত ওই ব্যক্তির মৃতদেহটি রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে সেখানেই ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য