Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদCRPF এবং তেলিয়ামুড়া থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় আটক...

CRPF এবং তেলিয়ামুড়া থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় আটক বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক যুবক। ঘটনা, রবিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত চাকমাঘাট বেরেজ সংলগ্ন এলাকায়

তেলিয়ামুড়া প্রতিনিধি :-ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয় এক যুবক’কে চাকমাঘাট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত CRPF ৭১নং ব্যাটেলিয়ান এবং তেলিয়ামুড়া থানার পুলিশ রবিবার ঐ যুবককে চাকমাঘাট বেরেজ সংলগ্ন এলাকা থেকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৯১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করে। জানা যায় ওই যুবকের নাম বিজয় দেববর্মা। তার বাড়ি ধোলাই জেলার গঙ্গানগর এলাকায়। তেলিয়ামুড়া থানা সূত্রে জানা যায়,,, বেশ কয়েকদিন ধরেই ওই যুবক চাকমাঘাট স্থিত তার ঠাকুরদার বাড়িতে থেকে এই ড্রাগস পাচার সহ কেনাবেচার কাজ চালাচ্ছিল। জানা যায়, তার কাছ থেকে উদ্ধারকৃত ব্রাউন সুগারগুলির বাজার মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা হবে। বর্তমানে তেলিয়ামুড়া থানার পুলিশ ঐ যুবককে তেলিয়ামুড়া থানায় জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এই ড্রাগসের সাম্রাজ্যের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এ ব্যাপারেও তদন্ত চালাচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য