তেলিয়ামুড়া প্রতিনিধি :-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বৎসর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত বিকাশ তীর্থ কার্যক্রমের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মনটাং এবং নমন জয়ের মলসম পাড়া এলাকা পরিদর্শনে যায় ভারতীয় জনতা পার্টির মন্ত্রী বিধায়ক সহ এক ঝাঁক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। এদিনের এই বিকাশ তীর্থ কার্যক্রমের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ এক ঝাঁক ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা।এদিনের এই বিকাশ তীর্থ কার্যক্রম সম্বন্ধে বলতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন,ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এই বিকাশ তীর্থ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই ‘ন সাল বেমিসাল’ এই নয় বছরে ভারতবর্ষের যেমন বিকাশ হয়েছে, তেমনি তীর্থস্থান বেড়েছে, বেড়েছে দর্শনীয় স্থানও, সেই সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে পর্যটন কেন্দ্রের। আজকের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য তিনি জানান,,,, ওই এলাকার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এই ত্রিপুরাতে বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেও রয়েছে, এটাকে সকলে মিলে ভারতবাসীর কাছে তুলে ধরাই হচ্ছে মূল লক্ষ্য।।



