খোয়াই প্রতিনিধি ৭ই জুন…. বুধবার দুপুর ১২ টায় খোয়াই পুর পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে খোয়াই পুর এলাকার পানীয় জলের পরিষেবাকে উন্নত করার স্বার্থে এক বৈঠক অনুষ্ঠিত হয় পানীয় জল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে। এই বৈঠকের উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই মহকুমার শাসক বিজয় সিনহা, ডিডাব্লিউএস দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, রাজিব মজুমদার খোয়াই ডি ডাবলু এস দপ্তরের বাস্তুকার পার্থ প্রতিম দেব সহ অন্যান্যরা। এই বৈঠকে আলোচনা রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা খোয়াই পুর এলাকার পানীয় জলের পরিষেবার বিষয়ে বিভিন্ন দিক গুলি তুলে ধরবার চেষ্টা করেন। এবং কিভাবে খোয়াই পুর বাসীকে পানীয় জলের পরিষেবা সঠিকভাবে প্রদান করা যায় এবং যেই যেই পানিয় জল বিষয়ক বিভিন্ন সমস্যাগুলির সম্মুখীন হতে হয় পৌরবাসীকে সেই বিষয়ে দপ্তরের আধিকারীদের সঙ্গে বিস্তারিত খোলামেলা ভাবে আলোচনা করেন। সেই বিষয়গুলি শোনার পর দপ্তরের আধিকারীরা সমস্যাগুলি নিরসনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন এবং কোন কোন ক্ষেত্রে কি কি দুর্বলতা আছে পুর বাসীকে পানীয় জল পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেগুলি বিস্তারিতভাবে খোয়াইয়ের ডি ডাব্লু এস এর ব্যস্ত কার পার্থ প্রতিম দেব কে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। পার্থ প্রতিম বাবুও সম্পূর্ণ বিষয়গুলি বুঝে আগামী দিনে পুর এলাকা তথা খোয়াই মহাকুমার পানীয় জলের সমস্যা নিরসনে সক্রিয় থাকবে এবং চেষ্টা করবেন যেতে সঠিকভাবে পানীয় জলের পরিষেবা পুর বাসী পেয়ে থাকে বলে আশ্বস্ত করেন দপ্তরের আধিকারিকদের। দপ্তরের রাজ্য আধিকারিকরা বলবার চেষ্টা করেন পানীয় জলের পরিষেবা সঠিকভাবে দেবার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান উনাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন সুতরাং দপ্তরের আধিকারীরা পুর পরিষদের চেয়ারম্যান কে সঙ্গে নিয়ে খোয়াই পুর এলাকার পানীয় জলের উৎস এবং ট্রিটমেন্ট প্লেন্ট গুলি পরিদর্শন করেন এবং পুর পরিষদের চেয়ারম্যান কে আশ্বস্ত করে যান আগামী দিনে খোয়াই পুর এলাকার পানীয় জলের সমস্যা নিরসনে দপ্তর সক্রিয় থাকবেন।
আশা করা যাচ্ছে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান এর উদ্যোগে বুধবার যে বৈঠকের আয়োজন করেছেন খোয়াই পুর এলাকা সহ খোয়াই মহকুমা এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে খোয়াই ডি ডাবলু এস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আগামী দিনে। এবং খোয়াই বাসি সঠিকভাবে পানীয় জলের সুবিধা পাবে।



