Monday, January 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে তালের ডাবের জলের জবাব নেই

প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে তালের ডাবের জলের জবাব নেই

তেলিয়ামুড়া প্রতিনিধি –
হাসফাস গরমে নাজেহাল জনজীবন। তাপমাত্রা যেন নিম্নমুখী হতেই চাইছেনা। এই গরমে একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট চাহিদা রয়েছে। সেই সংগে তুলনা করলে প্রকৃতি সৃস্ট বিভিন্ন পানীয়ের জুড়ি মেলা ভার।নারিকেলের ডাবের জল বিক্রি করতে সচরাচর দেখা যায়। এমনই আরেকটি ফল যার নাম তালের ডাব । প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে তালের ডাবের জলের জবাব নেই। সাথেই রয়েছে শিতল ডাব। তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল এক বিক্রেতাকে তালের ডাবের জলএবং কচি ডাব বিক্রি করতে। আলাপ চারিতায় জানা যায় গরমের মরশুমে এই তালের শ্বাস ও ডাব বিক্রিকরে সংসারের উপার্জন হিসাবে একটু বার্তি আমদানি যেমন হয়। সাথে সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়াযায়।গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন। অন্যান্য বছরের ন্যায় এবছর ও তেলিয়ামুড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য