খোয়াই প্রতিনিধি ৬ জুন…..কেন্দ্রের মোদি সরকারের নয় বছর পুর্তি তথা সেই নয় বছরের বিভিন্ন কাজের পরিসংখ্যান নিয়ে প্রচার করতে কেন্দ্রের ইউনিয়ন মিনিস্টার সহ অন্যান্যরা মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই মন্ডলে এক প্রেস মিনিটে মিলিত হন উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর এম এল সি বিহার থেকে আগত দিলীপ জয়সোয়াল রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। মঙ্গলবার সন্ধ্যায় মন্ডলে প্রেস মিট করতে গিয়ে কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকাল নয় বছর পূর্তি হয়েছে এই 9 বছরে তিনি কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরার চেষ্টা করছেন যদিও ছোট্ট পরিষদের এই সাংবাদিক সম্মেলনে সমস্ত কার্যকলাপ ব্যক্ত করা সম্ভব নয় এরপর তিনি কিছু কিছু কাজের কথা উল্লেখ করছেন যে কি ধরনের কাজ মোদি সরকার গত ৯ বছরে করছে তবে তো করতে গিয়ে তিনি বলেন অনেক কাজ আছে যা কথায় বলে শেষ করা যাবে না। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য সেবা, সুযোগ, গরিব কল্যাণের জন্য কাজ করে গেছেন এবং করা যাচ্ছেন। যা গত ৬৫ বছরে কোনদিন হয়নি বিগত দিনে কংগ্রেস এবং বাম দলগুলি রাজত্ব করেছে ঠিকই এরা সাধারণ মানুষের জন্য কোন কাজ করেনি কিন্তু মোদীজি রাজনীতির পরিভাষা কেই পাল্টে দিয়ে সেবা করার ভাব তৈরি করে দিয়ে। তৈরি করেছেন দেশের মধ্যে সুশাসন। এছাড়া গরিবদের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানো হতো একসময় সে টাকা গরিবদের হাতে এসে পৌঁছতে পৌঁছতে সীমিত সংখ্যায় এসে দাঁড়াত কিন্তু মোদীজি বর্তমানে গরিব কল্যাণের বিভিন্ন প্রকল্পের টাকা তাদের ব্যাংক একাউন্টে সোজা পাঠিয়ে দিচ্ছেন এখানে মধ্যস্থানে থেকে কেউ সেই টাকা চুরি করতে পারে না। প্রধানমন্ত্রী মোদি জীর এই ধরনের বহু কাজের জন্য বর্তমান সময় দেশ ও রাজ্যের ব্যাপক অগ্রগতি হয়েছে পাশাপাশি দেশের ইকোনোমিতে ভারতবর্ষে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে আগামী দিন তৃতীয় এরপর প্রথম স্থান নিয়ে আসার জন্য মোদীজি প্রচন্ড চেষ্টা করছেন বলে জানান কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস মিট শেষে কেন্দ্র থেকে আগত অতিথিরা খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্সের তিনতলায় সেবা সুশাসন ও গরিব কল্যাণ ব্যবসায়িক সম্মেলনে যোগদান করেন ফি সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বসহ রাজ্য বিধানসভা মুখ্য সচেতন সুমতি কল্যাণী রায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সকল সুভাষ পার্ক বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। কি সম্মেলনেও মোদি সরকারের 9 বছরের বিভিন্ন কাজকর্মের রূপরেখা তুলে ধরেন মঞ্চের সমস্ত অতিথিরা আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রচার চালানো হচ্ছে।



