Monday, January 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদউচ্চমাধ্যমিকে নবম স্থান পেয়ে খোয়াই জেলার নাম উজ্জ্বল করল এক হতদরিদ্র ঘরের...

উচ্চমাধ্যমিকে নবম স্থান পেয়ে খোয়াই জেলার নাম উজ্জ্বল করল এক হতদরিদ্র ঘরের সন্তান অঙ্কিত পাল

খোয়াই প্রতিনিধি ৬ জুন.সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এই ফল প্রকাশের পর খোয়াইয়ের দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের হতদরিদ্র পিতৃহীন কৃতি ছাত্র অঙ্কিত পাল রাজ্যের বড় বড় স্কুল গুলির সঙ্গে প্রতিযোগিতা করে বিজ্ঞান বিভাগে নবম স্থান দখল করেছেন ৪৭৭ নম্বর পেয়ে শতকরা ৯৫.৪%। অঙ্কিত পাল এর বাড়ি খোয়াই পুর পরিষদের ৮নং ওয়ার্ড লাল ছড়াতে। হতদরিদ্র পরিবার বাবা নেই। মা বাবলি পাল কোনরকমে পরিবার প্রতিপালন করে যাচ্ছে। তারমধ্যে অঙ্কিত পাল এর বড় বোন বনিতা পাল এমএসসি পাস করে প্রাইভেট টিউশন ও মা বাবলি পাল রেগার কাজ করে কোনমতে সংসার প্রতিপালন করছেন বলে জানান পাশাপাশি ছেলে অঙ্কিত পালের পড়াশোনা খরচ বহন করেছেন। খুবই জরাজীর্ণ একটি ঘরে বসবাস তাদের তিনজনের সংসার ঠিকমতো খাওয়া পরা যোগানো কষ্টকর তার মধ্যে অঙ্কিত পাল এত ভালো রেজাল্টে মা বাবলি পাল আনন্দে চোখে জল ধরে রাখতে পারেননি। অঙ্কিত পালের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অঙ্কিত এত ভালো রেজাল্ট করবে তিনি স্বপ্ন কোনদিন ভাবেননি আজ ছেলের কারণে নতুন করে মানুষ আমাদেরকে চিনতে পারছে যা খুবই আনন্দের বিষয় আর ছেলের পরিচয়েই বাঁচতে চাই। এত কষ্টের মধ্যে সংসার প্রতিপালন তার মধ্যে গৃহশিক্ষক হীন ভাবে পড়াশোনা করে ত্রিপুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদে নবম স্থান দখল করা সাধারণ বিষয় নয় খুব মেধাবী না হলে এই কাজ করা অসম্ভব। দ্বাদশ পরীক্ষার এক মাস আগে অঙ্কিত পাল রাজস্থান থেকে এসেছেন কারণ সুপার ৩০ স্কিমে ইঞ্জিনিয়ারিং এর জন্য রাজস্থানের কটক এলাকাতে পড়াশোনা করছিলেন যার জন্য কোন গৃহশিক্ষক রাখাতে পারেননি । তাছাড়া অঙ্কিত পাল বলেন ওর স্কুলের প্রত্যেকটা শিক্ষক তাকে ভীষণভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবদিক দিয়ে। স্কুলে বরাবরই অঙ্কিত পাল প্রতিবছর প্রথম বিভাগে উত্তীর্ণহত প্রতি ক্লাসে। শিক্ষকদের মধ্যে সুজিত পাল এবং অলক নাথশর্মা খুব বেশি খোঁজখবর রাখতেন অঙ্কিত পালের বলে জানান। এই মেধাবী ছাত্রটি জানান ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করার একান্ত ইচ্ছা। যদিও আর্থিক স্বচ্ছলতার অভাব অনেক রয়েছেন তারপরও মা বাবলী পাল জানান ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে পড়াশোনা করাবেন ছেলেকে। অঙ্কিতের মা বাবলি পাল আরও জানান ছেলেকে পড়াশোনার ক্ষেত্রে রাজ্য সরকার একটু সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন তবে অঙ্কিত কে ভালো শিক্ষায় শিক্ষিত করা সম্ভব। অঙ্কিতের এই ভালো ফলাফলে খোয়াই লাল ছড়া তথা খোয়াইয়ের শিক্ষা অনুরাগীরা অনেকটাই আপ্লুত। খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আশাবাদী এই হতদরিদ্র অঙ্কিত পালের উচ্চ শিক্ষার বিষয়ে সরকারের পাশাপাশি খোয়াই এর আপামর জনগণ সহ বিভিন্ন সমাজ সেবীরা এগিয়ে আসবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য