Saturday, December 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ...

ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাই স্কুলের কৃতি ছাত্র শুভ্রনীল

তেলিয়ামুড়া প্রতিনিধি-
এবারে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাই স্কুলের কৃতি ছাত্র শুভ্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে অর্থাৎ ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করলো শুভ্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন p.w.d দপ্তরের কম্পিউটার অপারেটর এর অস্থায়ী কর্মী। মা গৃহিণী রিতা নাথ ভৌমিক। কৃতি ছাত্র শুভ্রনীলে জানায় সে নিয়মিত ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতো রোজ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার তার স্বপ্ন সেদিকেই এগিয়ে যাবে ওর ভবিষ্যৎ। পাশাপাশি গান-বাজনা ভালোবাসে। অবসর সময়ে গান এবং তবল নিয়ে নিজেকে ব্যাস্ত রাখে। পড়াশোনার পাশাপাশি সংগীতে বিশারদ করে এবং তবলে ও জ্ঞান লাভ করে। শুভ্রনীল এও জানায় গৃহ শিক্ষক তিনজন ছিল তাদের অক্লান্ত পরিশ্রমই এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সে আজ ভালো ফল করতে পেরেছে। স্কুল জীবনের শুরু থেকেই সে আনন্দ মার্গ হাই স্কুলেরই ছাত্র শুভ্রনীল। ভালো ছাত্র এবং ভালো মনের মানুষ শুভ্রনীল। সবার সাথে মেলামেশা সর্বদা শান্ত প্রকৃতির । শিক্ষক-শিক্ষিকারা ও তাকে খুবই আদর এবং যত্ন সহকারে দেখাশোনা করত। খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ তার সহপাঠীরাও। বাবা-মা আত্মীয়-স্বজন। আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন আনন্দমার্গ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তেলিয়ামুড়া শহরের অবিভাবক মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য