প্রতিনিধি খোয়াই ২রা জুন……ছাঁটাই হওয়া মিড ডে মিল প্রকল্পের কুক কাম হেল্পারদের পুণরায় চাকুরিতে নিয়োগের দাবীতে বৃহস্পতিবার দুপুরে খোয়াই মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করেছে কুক কাম হেল্পারস্ ওয়েলফেয়ার কমিটি নামে একটি সংগঠন।পাঁচ জনের এক প্রতিনিধিদল এদিন মহকুমা ম্যাজিস্ট্রেট বিজয় সিনহার সাথে তার অফিসকক্ষে সাক্ষাত করে তার হাতে স্মারকলিপি তুলে দেন।ছাঁটাই হওয়া কুক কাম।হেল্পারদের চাকুরিতে পুণর্বহাল করা ছাড়াও অন্যান্য দাবীর মধ্যে ছিল, মিড ডে মিল প্রকল্পের কর্মীদের ন্যুনতম মাসিক বেতন আঠারো হাজার টাকা করা, বার্ষিক বোনাস ও পেনশপ চালু করা, দশ মাসের পরিবর্তে বারো মাসের পারিশ্রমিক প্রদান করা ও অনিয়মিত কুক কাম হেল্পারদের নিয়মিত করা ইত্যাদি।মহকুমা ম্যাজিস্ট্রেট দাবীসনদের প্রতি সহমত পোষণ করেন।প্রতিনিধিদলে ছিলেন সুচিত্রা দেববর্মা, বীর কুমার দেববর্মা, বিশ্বলক্ষী দেববর্মা , অশোক কুমার দেববর্মা ও রত্না নাথ সহ অন্যান্যরা।



