নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ত্রিপুরা, ৩১শে মে:- বিশ্ব তামাক বিরোধী দিবসের দিনে ড্রাগ চক্রের হদিস পেল রাধাকিশোরপুর থানার পুলিশ ৷ টেপানিয়া বাজার এলাকার স্থানীয় মানুষের তৎপরতায় সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বাজার থেকে সন্দেহজনক মালবাহী গাড়ি সমেত এক ব্যক্তিকে আটক করে ৷যদিও গাড়ির ড্রাইভার পালিয়ে যায় ।আটক ব্যক্তির নাম তিশাল ভৌমিক।বাড়ির রাজারবাগ এলাকায় । জানা গেছে বাজার এলাকায় মালবাড়ি গাড়ির ড্রাইভার সমেত নিষিদ্ধ ড্রাগস হিরোইন বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে তিশাল ভৌমিককে । ফল ও সবজি সমেত মালবাহীর গাড়িটি আটক করলেও গাড়ির ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িটির নাম্বার TR 01 AC 1709 ৷ জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির মালিককেও থানায় ডাকা হয়েছে ।রাধা কিশোরপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে মুখ না খুললেও বড়সড় ড্রাগচক্রের হদিস পাওয়া যেতে পারে বলে ধারনা ৷