Wednesday, July 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহাকুমা প্রশাসন ও তুলাসিখর ব্লকের যৌথ উদ্যোগে চাম্পা হাওয়ার থানা দিন...

খোয়াই মহাকুমা প্রশাসন ও তুলাসিখর ব্লকের যৌথ উদ্যোগে চাম্পা হাওয়ার থানা দিন যজ্ঞ কোবরা এলাকায় এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়

প্রতিনিধি খোয়াই ৩১ শে মে…. ৩০ শে মে মঙ্গলবার সকাল ১১ টা থেকে খোয়াই মহকুমা প্রশাসন ও তুলাশিখর ব্লকের যৌথ উদ্যোগে চাম্পা হওয়ার থানাধীন যজ্ঞ কোবরা বাড়ি এলাকার এস বি স্কুলে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী এস.এস চাকমা, খোয়াই মহকুমা শাসক বিজয় সি্নহা, তুলাশিকড় ব্লকের ভিডিও মানষ মুরা সিং, টি এস আর ১০ নং ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট রাহুল দাস প্রমুখ। এছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামরিক বিমান পরিবহন মন্ত্রকের সেকশন অফিসার প্রতীক বাজপেয়ী, কেন্দ্রীয় নায় ও ক্ষমতায়ন মন্ত্রকের সেকশন অফিসার নিরঞ্জন কুমার চৌধুরী, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেকশন অফিসার জয় প্রকাশ ও কেন্দ্রীয় গৃহ ও নগরী উন্নয় মন্ত্রকের সহকারী অধিকর্তা কুনাল ভাস্কর উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন লাইন ডেভেলপমেন্ট এর আধিকারিকরাও উক্ত শিবিরে অংশগ্রহণ করেন। উক্ত শিবিরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ১৭১ টি পশু পাখিকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন প্রশাসনিক শিবিরে তুলাসিখর ব্লকের পক্ষ থেকে ১২ জন ব্যবসায়ীদের হাতে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার অন্তর্গত বীমা পলিসির কাগজ তুলে দেওয়া হয়। এছাড়াও রেডক্রস সোসাইটির পক্ষ থেকে যজ্ঞ কোবরা এলাকার দু:স্হ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয় এছাড়া খোয়াই মহকুমা শাসকের পক্ষ থেকে এলাকার যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী প্রদান করা হয় এবং অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনতামূল প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। এছাড়া প্রশাসনিক শিবিরে ওবিসি, এস টি, এস সি, দেরমধ্যে বিভিন্ন ধরনের মেরিজ রেজিস্ট্রেশন কার্ড, আধার কার্ড, পি আর টি সি এই ধরনের সমস্ত কাগজপত্র প্রশাসনিক শিবির থেকে নেওয়া হয় এবং এর মধ্যে ১০০ জনের মতো আধার কার্ডের আপডেট এবং নতুন আধার কার্ডের সুবিধা গ্রহণ করেছেন। পাশাপাশি সেখানে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এলাকার কয়েক শত জনগণ বিনামূল চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ ও প্রদান করা হয়। দেখা গেছে যজ্ঞ কোবরা মতন জায়গা থেকে এসে ওই এলাকার সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাগজপত্র বের করতে গেলে খোয়াই শহরে আসতে হয় শুধু আসা যাওয়াতেই তাদের একদিন চলে যায় এবং একদিনে তাদের সেই কাজ পূর্ণ হয় না। তাছাড়া ওই এলাকা থেকে আসতে গেলে সাধারণ গরিব মানুষদের জন্য ভালো টাকা-পয়সা খরচ হয়ে পড়ে গাড়ি চলে আসতে। সেই দিকটা চিন্তা করে ওই এলাকার জনগণের অনেকেরই কাগজপত্র সঠিকভাবে ছিল না তা দেখে তুলা শিকার ব্লকের ভিডিও মানষ মুরা সিং সেই জায়গাতে প্রশাসনিক শিবিরের ব্যবস্থার কথা চিন্তা করেন যাতে ওই এলাকার সাধারণ মানুষ ঐ শিবিরের মাধ্যমে তাদের বিভিন্ন কাগজপত্র গুলি শিবিরের মাধ্যমে জমা দিতে পারে এতে করে অনেক দ্রুততার সাথে তারা তাদের সেই গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলি কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন আর সেই চিন্তাতে তুলাসীখর ব্লকের ভিডিও মানষ মুরা সিং এর উদ্যোগে মঙ্গলবার একটি প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এর জন্য খোয়াই জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ শিবিরে আগত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিনিধিরা তুলা শিখর ব্লকের ভিডিও মানষ মুরা শিং কে সাধুবাদ জানান এ ধরনের একটি অনুষ্ঠান করার জন্য আর এই ধরনের অনুষ্ঠানের ফলে যজ্ঞ কোবরা এলাকার মানুষদের অনেক উপকার হবে বলে মনে করেন আগত অতিথিরা। শুধু তাই না এই প্রশাসনিক শিবির করার জন্য যজ্ঞ কোবরা এলাকার লোক প্রশাসনের এই কাজের জন্য ব্যাপক খুশি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য