তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজারের একটি দোকানে গতকাল রাতের অন্ধকারে দরজার লক ভেঙে চুরি কাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আজ অর্থাৎ বুধবার সকাল নাগাদ এই ঘটনা প্রত্যক্ষ করতে পারে দোকান মালিক। আজ সকালে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে দোকান মালিক সমীর রঞ্জন দাস এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানায়। পরবর্তীতে বুধবার বেলা আনুমানিক দুইটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকানে এই চুরি কান্ডের ঘটনা জানায় দোকান মালিক। দোকান মালিক জানায়,, চোর এই চুরি কান্ড সংগঠিত করে দোকানে থাকা চালের বস্তা, তেল সহ বিভিন্ন সামগ্রী মিলিয়ে মোট লক্ষাধিক টাকার জিনিস চুরি করে নিয়ে যায়।
এই চুরি কান্ডের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা চাকমাঘাট এলাকায়।