প্রতিনিধি খোয়াই ২৫ শে মে…. বুধবার দুপুরে সামান্য ঘটনা কে কেন্দ্র করে এক অটোচালক কে মারধরের অভিযোগে খোয়াই চাম্পা হাওর এবং খোয়াই জাম্বুরা এবং খোয়াই কমলপুর সড়ক পথ অবরোধ করে বসে ক্ষুদ্ধ অটো চালকরা। ঘটনার বিবরণে জানা যায় আশারাম বাড়ী এলাকায় যাত্রী নামিয়ে আসার সময় খোয়াই এর একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে সোমবারিয়া বাজার এলাকাতে। পরবর্তীতে ঐ এলাকার গ্রামবাসী দুর্ঘটনা গ্রস্থ গাড়িটির পেছনে ধাওয়া করে বাচাইবাড়ী বাজারে তাকে আটক করে অটো চালক তাপস পাল কে বেধরক মারধর করে এতে তার হাত-পা ভেঙ্গে যায়। এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এছাড়া অটোচালক এর মাথাতে প্রচন্ড আঘাত পায়। পরবর্তী সময় তাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালের রেফার করা হয়। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দেয় একটি অপারেশন করার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এই খবর খোয়াই এর অটো চালকদের মধ্যে ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের সঞ্চার হতে থাকে যার ফলস্বরূপ বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ খোয়াই চাম্পহাওর এবং খোয়াই কমলপুর দুটি রাস্তা অবরোধ করে বসেন অটোচালকরা এবং ওই এলাকার এবং গ্রামবাসীরা মিলে। যার ফলে দীর্ঘ প্রায় ২ ঘন্টা উভয় রাস্তাতেই যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এক অটোচালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এইসব এলাকায় সামান্য দুর্ঘটনা ঘটলেই গ্রামবাসী সবাই একত্রিত হয়ে তাদের মন মতো টাকা চেয়ে বসে কোনো কারণে যদি দুর্ঘটনা গ্রস্ত হয়ে একটি কবুতর মারা যায় তার দাম বারোশো টাকা দিতে হয়। এমনকি রাস্তার বেওয়ারিশ কুকুর মরলে ও জরিমানা দিতে হয় অটো চালকদের তখন সেই বেওয়ারিস কুকুরের মালিকও বেরিয়ে আসে টাকা চাইতে। পথ অবরোধকারীদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আহত তাপস পালের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে ওই এলাকার জনগণের। পথ অবরোধের ফলে নানাহ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ যাত্রীদের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক গিয়ে উপস্থিত হন এবং অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবরোধকারীদের আশ্বস্ত করেন এবং বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হবে। পুলিশ অধিকারীকের এই আশ্বাসের পর অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য সাধারণ ঘটনা কে কেন্দ্র করে সড়ক অবরোধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এখন প্রশ্ন হল পুলিশ প্রশাসন খোয়াই মহকুমা জুড়ে বিভিন্ন ছোটখাটো ঘটনা রোধ করার ক্ষেত্রে পুলিশি তৎপরতা বৃদ্ধি করার প্রয়োজন। এখন দেখার বিষয় এই ঘটনা কে কেন্দ্র করে যেই সমস্যা তৈরি হচ্ছে সেটা সমাধান করার ক্ষেত্রে পুলিশ কি আদৌ কোন পদক্ষেপ নেবে সেই প্রশ্নটাই জনগণের মনে উঁকি মারছে।



