Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগত রবিবার খোয়াই নদীর জলে ডুবে তিন শিশুর মৃত্যুতে শোকার্ত পরিবারের হাতে...

গত রবিবার খোয়াই নদীর জলে ডুবে তিন শিশুর মৃত্যুতে শোকার্ত পরিবারের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

প্রতিনিধি খোয়াই ২৪ শে মে…… গত রবিবার সকালে তাঁত চৌহমুনী এলাকায় খোয়াই নদীতে দাদুর সাথে স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হয়েছিল তিন শিশুর।ঔ মৃত তিন শিশুর নাম হল সপ্ত দীপ নমঃ (৭), পিতা বাপি নমঃ, বাড়ির বিশালগড় লক্ষ্মী বিল এলাকায়, মৌটুসী দাস (১২) পিতা মহাপ্রভু দাস বাড়ি মোহর ছড়া এলাকায়। বাবলি রায় (৯) পিতা রঞ্জিত রায় বাড়ি পশ্চিম গণকী গ্রামের তাঁত চৌহমুনী এলাকায়। ঐ দিন দাদু গোপাল নম দাস( ৫৫) এর সাথে খোয়াই নদীতে স্নান করার উদ্দেশ্যে যায় চার শিশু ‌‌, স্থানের ঘাটে তাদের মধ্যে তিনজন শিশুর মৃত্যু হয় একজনকে সাথে সাথেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয় কিন্তু অপর তিন শিশুর মৃত্যু হয়েছিল। শেষে বুধবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা মৃত তিনটি শিশুর মধ্যে খোয়াই তাঁত চৌহমুনী এলাকার বাসিন্দা মৃত শিশু বাবলি রায় পিতা রঞ্জিত রায় এবং দাদু গোপাল নম দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে মৃত পরিবারটির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আর্থিক অনুদান হিসেবে চার লাখ টাকার একটি চেক তুলে দেন। এই দিন ওনার সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়, খোয়াই জেলাশাসক দিলীপ কুমার চাকমা, খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ যাদব , খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। মৃত শিশুর পরিবারকে সমবেদনা জ্ঞাপন করার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন এই ঘটনাটি রাজ্যের মধ্যে একটি মর্মান্তিক ঘটনা, এই ঘটনাতে মৃত শিশুদের পরিবার যে ক্ষতিটা হলো তা পূরণ করার মতো না। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন এই বেদনাদায়ক ঘটনাটি ভুলবার শক্তি ঈশ্বর যেন তাদেরকে প্রদান করেন। তিনি এও বলেন খোয়াই, মোহর ছড়া এবং বিশালগড় এই তিন জায়গার শিশুর মৃত্যু হয়েছে কোয়াই তে । খোয়াই এবং মহরছড়া শিশুর অভিভাবকদের সঙ্গে দেখা করেন এবং বলেন সময় সুযোগ পেলে বিশালগড়ের মৃত শিশুর অভিভাবকদেরকেও গিয়ে সমবেদনা জানাবেন। সত্যিই গত রবিবারের সকালে তিন শিশুর মৃত্যুর ঘটনাটি প্রকাশ পেতেই সমস্ত রাজ্যবাসী ব্যাপক মর্মাহত হয়েছিল। আর সেই ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক শাহাও অনুধাবন করতে পেরেছেন তাই বুধবার দুপুরে খোয়াইতে এসে শোকার্ত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য