তেলিয়ামুড়া প্রতিনিধিঃ—
খাদ্য সুরক্ষা সচেতনতা শিবিরে বিভিন্ন আইনি বিষয় এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন রাজ্য খাদ্য সুরক্ষা আধিকারিক সুমিত দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের নিয়ন্ত্রক শুভঙ্কর চৌধুরী, খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসার রবি কুমার রিয়াং। তেলিয়ামুড়া বাজার ব্যাবসায়ী সমিতির সম্পাদক মধুসূদন রায় সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া বাজার ব্যাবসায়ী সমিতির পক্ষে শ্রী রায় জানান,,, বিগত খাদ্য সুরক্ষা সচেতনতা শিবিরের যারা খাদ্য সুরক্ষা শংসাপত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন তাদেরকে আজকের শিবিরে খাদ্য সুরক্ষা শংসাপত্র প্রদান করা হয়। তেলিয়ামুড়া ব্যাবসায়ী সমিতির সম্পাদক মধুসূদন রায় আরও জানান, খাদ্য সুরক্ষা শংসা পত্রের জন্য তেলিয়ামুড়ার ব্যাবসায়ীদের খোয়াইতে যেতে হয়। এর ফলে ব্যাবসায়ীদের যেমন সময় নষ্ট হয়,তেমনি আর্থিক দিক দিয়েও ব্যাবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হয়। এজন্যই বাজার ব্যাবসায়ী সমিতি সমিতির অফিসে ব্যাবসায়ীদের স্বার্থে এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।



