Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বিধায়িকা...

ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বিধায়িকা কল্যাণী সাহা রায়ের পৌরহিত্যে

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বিধায়িকা কল্যাণী সাহা রায়ের পৌরহিত্যে বুধবার সন্ধ্যা রাতে। বুথ স্বশক্তিকরণ কর্মসূচির পর, বুথ কমিটি কে নতুন করে সাজানোর কাজ চলছে রাজ্য জুরে। লক্ষ আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা। সেই উদ্যেশ্য কে সামনে রাখে রাজ্য জুরে বিজেপি দলের বুথ সভাপতি ও সম্পাদক নির্বাচন চলছে। বুধবার ২৮ তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত তেলিয়ামুড়া মন্ডলের অধীন ৫৪ টি বুথের সভাপতি ও সম্পাদকের নাম প্রকাশ করা হল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তেলিয়ামুড়ার PWD সরকারি ডাক বাংলায় বুধবার সন্ধ্যা রাতে ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়ের পৌরহিত্যে এই সাংবাদিক সম্মেলন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সম্পাদক নন্দন রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনায় বিধায়িকা বলেন আগামী লোকসভা নির্বাচনে দলের পক্ষে কাজের সুবিধার্থে বুথ কমিটি গুলোকে নুতন ভাবে সাজিয়ে তুলা হচ্ছে। জন সম্পর্ক থেকে জন সমর্থন আদায় করা। দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৯ বছর পুর্তি হতে চলেছে আগামী ৩০শে মে। দেশের প্রধান মন্ত্রী এই সময়ে দেশের মানুষকে যে গৌরমান্বিত করেছেন। একমাস ব্যাপি কর্মসুচীকে বাস্তবতার রুপ দেওয়া। সেই সঙ্গে, বিধায়িকা আরও জানান,,,, তেলিয়ামুড়া মন্ডলে আগে যেখানে ১০টি শক্তি কেন্দ্র ছিল তা কাজের সুবিধার্থে এখন ১৪ টি করা হয়েছে। ৫৪ টি বুথের সভাপতি নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে ১৪ বুথের সভাপতি পরিবর্তন করা হয়েছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য