প্রতিনিধি খোয়াই ২৩ শে মে… মঙ্গলবার খোয়াই চেবরি বাজার এলাকাতে এক কমান্ডার জিপ চালক মদ মত্ত অবস্থায় সজোরে ধাক্কা দেয় এক অটো রিকশাতে এতে ঘটনাস্থলে দুই যাত্রী আহত হয়। ঘটনার বিবরণ বিয়ে চেবরীর এলাকার জনগণ জানায় মঙ্গলবার দুপুরে টি আর ০১ এক্স ০৮৬২ নম্বরের পুলিশের কমান্ডার জীপ গাড়ির চালক মদমত্য অবস্থায় একটি অটো রিস্কাতে সজোড়ে ধাক্কা মারে এতে অটো রিস্কা ও ইকো গাড়ি সহ অটো রিস্কাতে থাকা দুই যাত্রী পল্টু দেববর্মা ও বিশ্বমতি গৌড় অল্প বিস্তার আহত হয় । তাদেরকে চেবরী স্থিত চেবড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় অন্যদিকে মদ মত্ত পুলিশের কমান্ডার জিপ গাড়ি চালক অটো চালককে দবরানি দিতে শুরু করেন এই ঘটনায় সংশ্লিষ্ট চেবরী এলাকার জনগণসহ চেবরী বাজারের ব্যবসায়ীরা প্রত্যক্ষ করছিলেন। একটা সময় সংশ্লিষ্ট এলাকার জনগণ এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং বিষয়টি জানাজানি হতেই খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এলাকার জনগণের অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণকেই এবং অটো চালককে ধমকির সুরে কথা বলতে থাকেন। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে এলাকার জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং শেষে পুলিশক বাধ্য হয়ে কমান্ডার জিপটিকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় এই কমান্ডার জিপ গাড়িটির বৈধ কাগজপত্র আছে কিনা সে বিষয়ে সন্ধিহান রয়েছে।এই বিষয়টিকে নিয়ে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের অভিযোগ প্রকাশ্য সড়ক পথে দিনের বেলা আরক্ষা দপ্তরের লোকেরা মধ মত্ত অবস্থায় যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লে সাধারণ যাত্রীদের জীবনের ঝুঁকি থেকে যায় এই বিষয়টি আগামী দিনে গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন প্রশাসনের কর্মকর্তাদের। এই ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায় কে বহন করবে জানতে চায় চেবরী এলাকার লোক। এখন দেখার বিষয় এই গোটা ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের উদ্বোতন কর্তৃপক্ষরা কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে সবাই।



