প্রতিনিধি খোয়াই ১৯শে মে…… শুক্রবার দুপুরে খোয়াই বার এসোয়েশনের নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন হল। খোয়াই বার এসোসিয়েশনের নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী চন্দন দাস। নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বার অ্যাসেশনের রিটার্নিং অফিসার তথা আইনজীবী চন্দন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এইবার বার এসোসিয়েশনের নির্বাচনে ৩০ জন ভোটার । এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থী ছিলেন ১১ জন। ৩০ জন ভোটারের মধ্যে তিনজন এই নির্বাচনি প্রক্রিয়ার বাইরে ছিলেন বাকি ২৭ জন ভোটার নির্বাচন প্রক্রিয়াতে তাদের মূল্যবান ভোট দান করেন এবং এগারো জন প্রার্থীর মধ্যে নয়জনকে নির্বাচিত করেন। তারমধ্যে বিজিপি প্যানেলের আটজন জয় যুক্ত হন এবং একজন বিরোধী প্যানেল থেকে জয়যুক্ত হন। বার এসোসিয়েশনের নির্বাচন প্রক্রিয়ায় যারা জয়যুক্ত হয়েছেন তারা হলেন আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য,অভিজিৎ দেব সরকার, অজিত সরকার, সুব্রত প্রসাদ দত্ত, শর্মিষ্ঠা দেবনাথ, সুবোধ কর্মকার, বিকাশ দেব ও প্রবীণ আইনজীবী ননীগোপাল দেবনাথ। বার এশিয়েশন নির্বাচনের রিটার্নিং অফিসার তথা আইনজীবী চন্দন দাস বলেন আগামীকাল অর্থাৎ ২০ শে মে যে ৮ জন নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকে আগামী এক বছরের জন্য বার এশিয়েশনকে পরিচালনা করার জন্য সভাপতি সম্পাদক সহসভাপতি সহ সম্পাদক কোষাধ্যক্ষ সহ বিভিন্ন পদেধিকারী পদে কারা কারা বসবেন সে নিয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত করা হবে। মূলত শুক্রবার খোয়াই বার এশিয়েশনের নির্বাচনটি বিজিপির প্যানেল জয়যুক্ত হয়েছেন। বিজিপি প্যানেলের পক্ষ থেকে নির্বাচনী প্রভারি ছিলেন আগরতলাা থেকে আগত আইনজীবী দিলীপ দেবনাথ। খোয়াই বার এসোসিয়েশনের নির্বাচনে বিজেপি দলের প্যানেল জয় যুক্ত হবার কারণে আইনজীবীদের মধ্যে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে।



