Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মকে খতিয়ে দেখাশোনার জন্য দিশা নামক কমিটির সদস্যদের...

খোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মকে খতিয়ে দেখাশোনার জন্য দিশা নামক কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক করলেন সংসদ রেবতী কুমার ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে

বৃহস্পতিবার দুপুরে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী কুমার ত্রিপুরার পৌরহিত্যে “দিশা” মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে সাংসদ ছাড়াও ছিলেন খোয়াই জেলা শাসক ডি কে চাকমা, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক রঞ্জিত দেববর্মা, অতিরিক্ত জেলাশাসকদ্বয় সহ ভিন্ন লাইন ডিপার্টমেন্ট দপ্তরের আধিকারিকরা। উক্ত বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলিকে বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ রেবতী ত্রিপুরা জানান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকে নিয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। তাছাড়া জনগণের প্রধান মৌলিক চাহিদা গুলি যেমন স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট ও বিদ্যুৎ পরিষেবার মান দ্রুত উন্নয়নের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া। তাছাড়া জাতীয় সড়কের কাজকর্মের বিষয়ে সড়ক নির্মাণকারী সংস্থার আধিকারিকদের সাথে আলোচনা করা হয় কাজের অগ্রগতির বিষয়ে যাতে করে অতি দ্রুত জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা হয়। এছাড়া সংসদ রেবতী কুমার ত্রিপুরা আরো অন্যান্য বিষয় গুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করেন যাতে করে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজগুলিকে দ্রুত সম্পন্ন করা হয় এবং বিভিন্ন প্রকল্পের কাজগুলি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আবেদন রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য