পরকীয়ায় ছেয়ে গেছে তথাকথিত সভ্য সমাজ! বর্তমানে এই সভ্য সমাজে পরকীয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু বিবাহিত পুরুষ মহিলারা। কখনো’বা নিজের পরিবারের সকল মোহমায়া ত্যাগ করে, পরকীয়া প্রেমিক-প্রেমিকাদের হাত ধরে পাড়ি দিচ্ছেন নিজেদের পরকীয়ার দুনিয়াতে। এমন এক ঘটনা ঘটলো তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায়। ওই এলাকার বাসিন্দা দুই সন্তানের পিতা ৩৫ বছর বয়সি স্বপন দেববর্মা নিজের দুই নাবালক পুত্র-কন্যা সন্তান সহ স্ত্রীকে ফেলে পরকীয়া প্রেমিকার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান। স্থানীয় সূত্রে জানা যায়, এই স্বপন দেববর্মা বেশ কয়েক বছর ধরে চাকমাঘাট রঙ্গিয়াটিলা এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে আবদ্ধ ছিল। অবশেষে চলতি মাসের ৩ তারিখ এই পরকীয়া সম্পর্কের টানে নিজ স্ত্রী-সন্তানদের’কে ফেলে পরকীয়া প্রেমিকার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যায় স্বপন দেববর্মা। যে মহিলার সঙ্গে স্বপনের পরকীয়ার সম্পর্ক চলছিল বছরের পর বছর ধরে সেই মহিলা কমলাবতি দেববর্মার ও বেশ কয়েক বছর পূর্বে বিশ্বকুমার দেববর্মা নামের এক ব্যক্তির সঙ্গে সামাজিক ভাবে বিবাহ হয়েছিল। কিন্তু প্রেম যে মানে না কোন বাধা, সেই পরকীয়া প্রেমের নেশায় হাবুডুবু খেয়ে অবশেষে স্বপন ও কমলাবতি দুজনেই নিজেদের পরিবার’কে ছেড়ে চলে যায়। অন্যদিকে, নিজের স্বামীকে খুঁজে না পেয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় স্বপন দেববর্মার স্ত্রী দেবলক্ষ্মী দেববর্মা এবং এক সপ্তাহ ধরে স্বামীকে অনেক খোঁজাখুঁজি করেও ফিরে না পেয়ে থানায় স্বামীর নিখোঁজ ডায়েরি করে দেবলক্ষ্মী। কিন্তু এতেও কোন ফলপ্রসো না হওয়ায়,, অবশেষে সাংবাদিকদের দ্বারস্থ হয় স্বপন দেববর্মার স্ত্রী দেবলক্ষ্মী দেববর্মা। এখনো নিজের স্বামীকে ফিরে পাওয়ার আশায় আছেন দেবলক্ষ্মী দেবী। কিন্তু পরিশেষে বলাই বাহুল্য, বর্তমান সভ্য সমাজে এই পরকীয়া প্রেমের জেরে নষ্ট হয়েছে দুটি সুন্দর পরিবার।।



