Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবন আধিকারিকের গাড়ির চাপায় সংশ্লিষ্ট এলাকার একাধিক গরু আঘাতপ্রাপ্ত

বন আধিকারিকের গাড়ির চাপায় সংশ্লিষ্ট এলাকার একাধিক গরু আঘাতপ্রাপ্ত

একাংশ বনদস্যুদের দাপটে দিনের পর দিন এক প্রকার উজার হয়ে যাচ্ছে সবুজ ঘন বনাঞ্চল। বন দপ্তরের কর্মীদের চোখে একপ্রকার ধুলো দিয়ে দিকে দিকে রাত কিংবা দিন যেকোনো সময় বন দস্যুদের আস্ফলন অব্যাহত। অধিকাংশ ক্ষেত্রেই বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করে উঠতে পারে না। তবে বুধবার অবৈধ কাঠের লক বোঝাই নাম্বার বিহীন একটা গাড়িকে বন আধিকারিকের নেতৃত্বে গতিরোধ করার চেষ্টা হয় , এই চেষ্টার মাঝে পড়ে একাধিক গরুর নির্মমভাবে মৃত্যু হওয়ার মতো ঘটনা যেমন সংঘটিত হয়, এর পাশাপাশি একাধিক গরু মারাত্মকভাবে আহতও হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই মহকুমা বন আধিকারিক নিশীথ চক্রবর্তী বুধবার নিয়মিত পেট্রোলিং করার সময় কোন একটা জায়গা থেকে নাম্বারবিহীন লক বোঝাই একটা গাড়িকে ধাওয়া করতে থাকেন। একটা সময় গাড়িটি কল্যাণপুর থানাধীন হাজারী বাড়ি হয়ে সিধাই মোহনপুরের দিকে চলে যায় বলে জানা গেছে। তবে এর ফাঁকে বন আধিকারিকের গাড়ির চাপা পড়ে সংশ্লিষ্ট এলাকার একাধিক গরু আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে কয়েকটি গরুর মৃত্যু যেমন হয়, ঠিক এর পাশাপাশি একাধিক গরু বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলেও জানা গেছে। গোটা ঘটনা চাক্ষুষ করে হাজারিবাড়ী এবং সন্নিহিত এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষেরা বন আধিকারিককে ঘটনাস্থলে অবরোধ তৈরি করে ক্ষতিপূরণ দাবি করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ কল্যাণপুর থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এরপর বন আধিকারিক রীতিমতো ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে হলফনামা প্রদান করলে স্থানীয়দের অবরোধ মুক্ত হয়। গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য