Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআগরতলা থেকে টাকা চুরি করে পালিয়ে যাবার পথে নগদ অর্থ সহ হাতেনাতে...

আগরতলা থেকে টাকা চুরি করে পালিয়ে যাবার পথে নগদ অর্থ সহ হাতেনাতে তেলিয়ামুড়ায় আটক এক চুর, ঘটনা রবিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায়

খবরে প্রকাশ, তেলিয়ামুড়ার প্রতিষ্ঠিত ব্যাবসায়ী নিত্য রঞ্জন বর্মনের গাড়ির চালক নরেশ সরকার (অলক) এবং গাড়ির সহ-চালক প্রদীপ মলসম চন্দ্রপুর মোটর স্ট্যান্ড স্থিত এলাকায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির চালক নরেশ সরকার উনার ব্যক্তিগত কোনো এক কাজে যায়। তখন গাড়িতে নগদ ত্রিশ হাজার টাকা ছিল বলে অভিযোগ। সেই সময় গাড়িতে ছিল গাড়ির সহ-চালক প্রদীপ মলসম। সেই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ির সহ-চালক টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে সে তেলিয়ামুড়া হয়ে আমবাসা যাবে। সেই সময় অম্পি চৌমুহনী এলাকা থেকে নগদ অর্থ সহ ওই যুবককে আটক করতে সক্ষম হয় গাড়ির চালকের ভাই সহ স্থানীয় লোকজনেরা। পরবর্তীতে তাকে উত্তম মধ্যম দিয়ে এই যুবককে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তেলিয়ামুড়া থানায় রয়েছে এই যুবক তথা প্রদীপ মলসম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য