Thursday, November 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রদ্ধার সাথে বুদ্ধ জয়ন্তী পালিত হলো খোয়াই ধলাবিল স্থিত বৌদ্ধ বিহারে

শ্রদ্ধার সাথে বুদ্ধ জয়ন্তী পালিত হলো খোয়াই ধলাবিল স্থিত বৌদ্ধ বিহারে

শুক্রবার দিনটি ছিল বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ জয়ন্তী ।আর সেই উপলক্ষে ত্রিপুরা রাজ্য সহ সমস্ত বিশ্বের বুদ্ধ ধর্মালম্বীরা বুদ্ধ জয়ন্তি পালন করছেন। ঠিক একই রকম ভাবে খোয়াই ধলাবিল স্থিত বৌদ্ধ বিহারে ছোট পরিসরে বিগত পাঁচ বছর ধরে এই এলাকার বুদ্ধ ধর্মালম্বী বরুয়া সম্প্রদায় অংশের জনগণ বুদ্ধ ধর্মের পূজা ও প্রার্থনা করে আসছেন। সেই বিষয়ে বলতে গেলে এই বুদ্ধ বিহারের প্রবীণ কর্মকর্তারা বলেন বিগত 2019 জুলাই মাসে এই এই এলাকার নিফল চন্দ্র বড়ুয়া ও গোপা বড়ুয়া পিতা-মাতা স্মৃতির উদ্দেশ্যে পাঁচ গন্ডা ভূমি বুদ্ধ বিহারের নামে প্রদান করেন। প্রবীণ কর্মকর্তারা আরো জানান এই এলাকায় প্রায় দেড় শতাধিক বড়ুয়া সম্প্রদায়ের লোকের বসবাস এই বুড়োয়া সম্প্রদায়ের লোক অধিকাংশই বুদ্ধ ধর্মালম্বী। খোয়াই ধলা বিল এলাকাতে এই বুদ্ধ বিহার টি হওয়াতে এলাকার বুদ্ধ ধর্মাবলম্বী জনগণ অনেকটাই আনন্দিত ওর উৎফলিত তাই প্রতিদিন এই বুদ্ধ বিহারটিতে পূজা ও প্রার্থনা করা হয়। এলাকার ধর্মপ্রাণ মানুষ বুদ্ধ বিহারের রক্ষণাবেক্ষণ করেন পাশাপাশি এই বিহারে ২ থেকে ৩ জন বুদ্ধ ভিক্ষুক থাকেন। আজ সকালে পূজা অর্চনা করা হয় এবং কেক কাটা হয়। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হয় এবং এর পাশাপাশি সন্ধ্যায় বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বুদ্ধ জয়ন্তি পালন করা হবে ও বুদ্ধের জীবন কাহিনী সম্বন্ধে বিভিন্ন আলোচনা বুদ্ধের বাণী সকলের জীবনে প্রতিষ্ঠিত করার আহবানের মধ্য দিয়ে বুদ্ধ জয়ন্তীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য